৭৫ জন যাত্রী নিয়ে খাদে পড়ল বাস! বৈষ্ণোদেবী যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত অন্তত ৮

শ্রীনগর: বৈষ্ণোদেবী যাওয়ার পথে জম্মুতে ভয়ঙ্কর দুর্ঘটনা৷ জাতীয় সড়ক থেকে খাদে পড়ল যাত্রীবোঝাই বাস৷ মোট ৭৫ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। সংবাদ সংস্থা পিটিআই-এর রিপোর্ট, এই দুর্ঘটনায় অন্তত ৮ জন যাত্রীর মৃত্যু হয়েছে। আহত বহু৷
মঙ্গলবার সকালে পঞ্জাবের অমৃতসর থেকে পর্যটকদের নিয়ে রওনা দিয়েছিল দূরপাল্লার একটি বাস৷ ওই বাসে চড়ে কাটরায় বৈষ্ণোদেবী মন্দিরে যাচ্ছিলেন পুণ্যার্থীরা। জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের উপর দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি৷ কাটরা থেকে ১৫ কিলোমিটার দূরে এই অঘটনটি ঘটে৷
ঘটনাস্থল থেকে যে ছবি মিলেছে, তাতে দেখা গিয়েছে বাসটি জাতীয় সড়কের নীচে উল্টে পড়ে রয়েছে। সামনের অংশটা দুমড়ে মুচড়ে গিয়েছে। বাসের ভিতর আটকে থাকা যাত্রীদের উদ্ধারের চেষ্টা চলছে। উদ্ধারকাজে হাত লাগিয়েছে স্থানীয় মানুষও৷ বাস দুর্ঘটনায় ২০ জনেরও বেশি যাত্রী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের জম্মুর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা৷