ইম্ফল: বিগত কয়েক সপ্তাহ ধরে উত্তপ্ত অবস্থা মণিপুরে। একাধিক মানুষের মৃত্যু থেকে শুরু করে ঘরবাড়ি ভাঙচুর, বিক্ষোভ কত কী হয়েছে। সদ্য হাড়হিম করা এক ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানো হচ্ছে বলে দেখা যাচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে এখন বিরাট বিতর্ক। দায়ের করা হয়েছে এফআইআর-ও। তবে এই এফআইআর-এ উঠে এসেছে আরও বিস্ফোরক তথ্য। জানা গিয়েছে, দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানোর আগে একাধিক ব্যক্তিকে খুন করা হয়েছে, জ্বালানো হয়েছে বহু বাড়িও।
সর্বভারতীয় এক সংবাদসংস্থা এফআইআরের প্রতিলিপি হাতে পেয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, গত ৪ মে বোনকে গণধর্ষিতা হওয়া থেকে বাঁচানোর চেষ্টা করেছিলেন এক ব্যক্তি। তাঁকেই খুন করে উন্মত্ত জনতা। এরপর একাধিক খুন হয় এলাকায় এবং বহু ঘরবাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। এই ঘটনার পরেই দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানো হয়। শুধু তাই নয়, ওই অবস্থাতেও তাঁদের শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ উঠেছে।
এফআইআর-এ আরও উল্লেখ আছে, প্রায় ৯০০ থেকে ১০০০ জন মানুষ একাধিক অস্ত্র নিয়ে এক এলাকায় কার্যত হামলা চালায়। সমস্ত বাড়িঘর ভাঙচুর করে এবং আগুন লাগিয়ে দেয়। এখানেই শেষ নয়। বহু জিনিস যেমন নগদ টাকা, খাদ্যশস্য এবং গবাদি পশু লুট করা হয়। এদিকে আবার এও দাবি করা হয়েছে, মহিলাদের বিবস্ত্র করে হাঁটানো এবং গণধর্ষণের অভিযোগ আগেই করা হয়েছিল জাতীয় মহিলা কমিশনের কাছে। কিন্তু তারা অভিযোগ পাত্তা দেয়নি।