নয়াদিল্লি: গতকাল টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে কার্যত ধরাশায়ী হয়েছে ভারত। নতুন ইতিহাস লিখেছে পাকিস্তান কারণ বিশ্বকাপের ম্যাচে এই প্রথম তারা হারাতে পেরেছে ভারতকে। ম্যাচের সব প্রেক্ষিতেই গতকাল পাকিস্তানের কাছে হেরেছে ভারত। ১০ উইকেটে ম্যাচ জিতেছে পাকিস্তান। তবে গতকালের ম্যাচকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে দেশের একাধিক জায়গায়। পঞ্জাবের দুই শিক্ষা প্রতিষ্ঠান হামলার শিকার হয়েছেন একাধিক কাশ্মীরি পড়ুয়া।
জানা গিয়েছে, ওই দুই শিক্ষা প্রতিষ্ঠানের কাশ্মীরি পড়ুয়াদের উপর আচমকা হামলার ঘটনা ঘটে। ম্যাচ শেষ হওয়ার পর হঠাৎ করেই তাদের ওপর একদল হামলা চালায় বলে অভিযোগ করেছে কাশ্মীরি পড়ুয়াদের একাংশ। হোস্টেলে ঢুকে তাদের গালিগালাজ করা থেকে শুরু করে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। বেশ কিছুক্ষণ ধরে এই হামলার ঘটনা ঘটার পর হামলাকারীরা সেখান থেকে পালিয়ে যায় বলে খবর। পরে কাশ্মীরি পড়ুয়াদের স্থানীয় মানুষরা উদ্ধার করেন। পীড়িত কাশ্মীরি পড়ুয়াদের দাবি, মূলত হরিয়ানা এবং বিহারের পড়ুয়ারা তাদের ওপর আক্রমণ চালিয়েছে। হামলাকারীদের মধ্যে কয়েকজন উত্তর প্রদেশের বাসিন্দা বলেও মনে করছে তারা। তবে শুধু তাদের মারধর নয়, তাদের হোস্টেল ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ।
এই ঘটনায় চরম উত্তেজনা ছড়িয়েছে স্বাভাবিকভাবেই। আক্রান্ত পড়ুয়ারা এই নিয়ে একটি ভিডিও পর্যন্ত প্রকাশ্যে এনেছে। তারা দাবি করছে, হোস্টেলে ঢোকার আগে বাইরে নিরাপত্তারক্ষীদের সঙ্গে বচসায় জড়ায় হামলাকারীরা। সেখানে তাদেরকেও মারধর করা হয়। এই মুহূর্তে রাজ্য পুলিশের একটি দল পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং হামলাকারীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে বলে খবর।