নয়াদিল্লি: গত বছর থেকে শুরু হওয়া করোনা ভাইরাস সংক্রমণ চলছে এখনো এবং থামার কোনও নাম নেই। ইতিমধ্যে প্রচুর মানুষ ভাইরাস সংক্রমণে মারা গিয়েছেন এবং অনেকেই চিকিৎসাধীন। পাশাপাশি দিনদিন নতুন নতুন প্রজাতির সন্ধান মিলছে এবং আতঙ্ক স্বাভাবিকভাবেই বাড়ছে। টিকাকরণ চালু থাকলেও বিশেষজ্ঞরা বারবার পরামর্শ দিচ্ছেন যাতে সবাই ন্যূনতম করোনাভাইরাস নিয়ম বিধি মেনে চলে। স্যানিটাইজার ব্যবহার এবং অবশ্য ভাবে মাস্ক ব্যবহার করতে বলা হচ্ছে। কিন্তু সম্প্রতি একটি রিপোর্ট জানাচ্ছে যে ভারতীয়দের মধ্যে একটা বড় অংশ এখনো মাস্ক ব্যবহার করে না।
লোকাল সার্কেলস নামে একটি সংস্থার সমীক্ষায় উঠে এসেছে, ৩৩ শতাংশ ভারতীয় মনে করেন যে মাস্ক পরা জরুরি নয়। অর্থাৎ তারা মাস্ক পরতে একদম পছন্দ করেন না। এমনকি বাড়ি থেকে বেরোনোর সময় তাদের কাছে মাস্ক থাকেই না। এই সমীক্ষায় যারা অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে মাত্র ২ শতাংশ মানুষ জানিয়েছেন যে তারা ঠিক ভাবে মাস্ক পরেন। চাঞ্চল্যকর ব্যাপার এই, গত নভেম্বর মাস পর্যন্ত প্রায় ৩০ শতাংশ মানুষ ঠিকভাবে মাস্ক পরতেন বলে সমীক্ষায় উঠে এসেছিল। কিন্তু এখন সেইটাই ২ শতাংশে নেমে এসেছে! এই ইস্যু নিয়ে অনলাইনে দেশের ৩৬৪ জেলায় সমীক্ষা করেছিল এই সংস্থা এবং তাতে অংশ নিয়েছিলেন প্রায় ২৫ হাজার মানুষ।
কেন্দ্র এবং রাজ্য সরকার গুলি ইতিমধ্যেই করোনাভাইরাস নিয়মবিধি পালনের কড়া নির্দেশ দিয়েছে সাধারণ মানুষকে। মাস্ক পরা থেকে শুরু করে পারস্পরিক দূরত্ব বৃদ্ধি পালন করার মতো নির্দেশ দেওয়া হয়েছে। একাধিক রাজ্য মাস্ক পরা বাধ্যতামূলক পর্যন্ত করেছে। এদিকে নতুন প্রজাতির করোনাভাইরাসের দাপট বাড়ছে দেশে। এই সময়ের মধ্যে এই ধরনের একটি রিপোর্ট অবশ্যই আশঙ্কা আরো বাড়াচ্ছে ভয়াবহ সংক্রমণের।