ভোটমুখী রাজ্যের অনেকেই চাইছে না নির্বাচন! অধিকাংশ প্রচার বন্ধের পক্ষে

ভোটমুখী রাজ্যের অনেকেই চাইছে না নির্বাচন! অধিকাংশ প্রচার বন্ধের পক্ষে

নয়াদিল্লি: করোনা আবহেই উত্তরপ্রদেশ সহ পাঁচ রাজ্যের ভোট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। উত্তরপ্রদেশ, পঞ্জাব, গোয়া, মণিপুর এবং উত্তরাখণ্ডে রয়েছে ভোট। কিন্তু দেশের করোনা ভাইরাস পরিস্থিতি এমন জায়গায় রয়েছে যে অধিকাংশ মানুষ চাইছে না এখন ভোট হোক। এমনকি সমস্ত জনসভা, জমায়েত, প্রচার বন্ধ করার পক্ষে রয়েছে অনেকেই। সম্প্রতি এক ডিজিটাল কমিউনিটি নির্ভর একটি প্ল্যাটফর্ম একটি সমীক্ষা চালিয়ে এই তথ্য দিয়েছে।

জানান হয়েছে, ভোটের প্রচার বন্ধের সমর্থন করছেন ৪১ শতাংশ মানুষ। আবার ৩১ শতাংশ চাইছেন যাতে করোনা পরিস্থিতিতে ভোট না হয়। এদিকে, মাত্র ৪ শতাংশ মানুষ মনে করছেন যে ভোট হলে করোনা পরিস্থিতিতে কোনও সমস্যা হবে না। দেশের ৩০৯ টি জেলার ১১ হাজার মানুষের উপর এই সমীক্ষা চালানো হয়, যাদের মধ্যে ৪ হাজার ১৭২ জন ভোটমুখী পাঁচ রাজ্যের বাসিন্দা। ওমিক্রন উদ্বেগের মধ্যে ভোট ঘোষণার আগে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, বিশেষজ্ঞ ও রাজ্যগুলির স্বাস্থ্য সচিবদের সঙ্গে বৈঠক করেন মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র৷ এর পরেই কোভিড বিধি মেনে ভোট করার সিদ্ধান্ত নেওয়া হয়৷

তবে কোভিড পরিস্থিতির মধ্যে ভার্চুয়াল এবং ডিজিটাল মাধ্যম নির্বাচনী প্রচারের উপর অধিক জোর দেওয়ার কথা বলা হয়েছে। কোনও ভাবেই পদযাত্রা, রোড শো, মিছিল করা যাবে না৷ ১৫ জানুয়ারি পর্যন্ত জনসভায় ‘না’ কমিশনের৷ উল্লেখ্য, পাঁচ রাজ্যে মোট সাত দফার ভোট হবে৷ উত্তরপ্রদেশে ভোট হবে সাত দফায়৷ প্রথম দফায় ভোট হবে ১০ ফেব্রুয়ারি৷ ১৪ ফেব্রুয়ারি দ্বিতীয় দফায় ভোট। তৃতীয় দফা ভোট হবে ২০ ফেব্রুয়ারি, চতুর্থ দফা হবে ২৩ ফেব্রুয়ারি, পঞ্চম দফা ২৭ ফেব্রুয়ারি, ষষ্ঠ দফা ৩ মার্চ এবং সপ্তন দফা ভোট হবে ৭ মার্চ৷ তবে পঞ্জাব, উত্তরাখণ্ড এবং গোয়ায় ১৪ ফেব্রুয়ারি  এক দফায় ভোট হবে। মণিপুরে ২ দফায় ভোট হবে৷ ২৭ ফেব্রুয়ারি এভং ৩ মার্চ৷ পাঁচ রাজ্যে ভোট গণনা হবে ১০ মার্চ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × one =