মান্ডি: লাগাতার বৃষ্টির জেরে হড়পা বানে বিধ্বস্ত হিমাচল প্রদেশ। সকাল পর্যন্ত কোনও মৃত্যুর খবর না এলেও বেলা বাড়তেই প্রাণহানির খবর এসেছে। জানা গিয়েছে, দুর্যোগে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ৬ জনের। আহত হয়েছেন আরও ১০ জন। কমপক্ষে ২০০ জন আটকে পড়ার খবর তো আগেই পাওয়া গিয়েছিল। তাই যত সময় এগোচ্ছে তত বেশি পরিস্থিতি খারাপ হচ্ছে বলে আশঙ্কা বৃদ্ধি পাচ্ছে।
রাজ্যের প্রশাসনের তরফে জানান হয়েছে, হিমাচলের বিভিন্ন এলাকায় ধস নামলেও মান্ডি জেলায় এই মুহূর্তে খুবই দুষ্কর পরিস্থিতি। এই মুহূর্তে মান্ডি এবং কুলুর মধ্যে সংযোগকারী জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে গিয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে ১২৪টি রাস্তা। ধস নেমে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় আটকে পড়েছেন প্রায় ২০০ জন। তাঁদের মধ্যে অধিকাংশই পর্যটক। যদিও ইতিমধ্যেই তাদের উদ্ধার করার কাজ শুরুও হয়েছে। তবে পরিস্থিতি খারাপ হওয়ায় সেই উদ্ধারকাজে সময় লাগবে বলেই স্পষ্ট করে দেওয়া হয়েছে। এদিকে বন্ধ হয়ে যাওয়া রাস্তা চালু হতে প্রায় সাত-আট ঘণ্টা সময় লাগতে পারে বলে জানান হয়েছে। কমপক্ষে ১৫ কিমি রাস্তা জুড়ে যানজট।
রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী এও জানিয়েছে, মানুষের পাশাপাশি প্রায় ৩০০-র বেশি পশুর মৃত্যু হয়েছে হিমাচলে। প্রবল বৃষ্টির জেরে আপাতত তিন কোটি টাকার ক্ষতি হয়েছে সরকারের। রাস্তা বন্ধের জেরেই একাধিক বাস ও গাড়িও আটকে রয়েছে। প্রসঙ্গত, প্রবল বৃষ্টির জেরে রবিবার থেকে কেদারনাথ যাত্রাও বন্ধ করে দেওয়া হয়েছে।