মান্ডি: লাগাতার বৃষ্টির জেরে হড়পা বানে হিমশিম খাচ্ছে হিমাচল প্রদেশ। ভারী বৃষ্টির জেরে এখনও কয়েকশো পর্যটক আটকে রয়েছেন সেখানে। ইতিমধ্যেই বেশ কয়েকজনের মৃত্যুর খবর এসেছে রাজ্য থেকে। এই অবস্থায় জানা গেল, দুর্যোগ আরও কিছুদিন জারি থাকবে। এমনটাই জানিয়েছে মৌসম ভবন। হিমাচলের দুর্যোগের মধ্যেই আবার রাজস্থানে বজ্রপাতে একাধিক মৃত্যু হয়েছে বলে খবর।
হিমাচলের প্রশাসন সূত্রে খবর, ভারী বৃষ্টি এবং বড়পা বানের জেরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯। এছাড়া ১৪ জন আহত হয়েছেন। মান্ডি জেলায় চণ্ডীগড়-মানালি হাইওয়ে ধসের কারণে বন্ধ থাকায় প্রায় ২৩ ঘণ্টা ২০০-র বেশি পর্যটক সেই রাস্তায় আটকে ছিলেন। এখন ওই রাস্তা শুধুমাত্র ছোট গাড়ির জন্য খুলে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। মৌসম ভবন জানিয়েছে, আগামী কয়েকদিন উত্তর ও মধ্য ভারতের বহু অঞ্চলেই বৃষ্টি জারি থাকবে। তাই মানুষের দুর্ভোগ যে আরও বাড়ছে তা বলাই বাহুল্য। কারণ রাজস্থানেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ৪ জনের বজ্রপাতে মৃত্যু হয়েছে রাজ্যে।
হাওয়া মহল আরও জানিয়েছে, হিমাচলপ্রদেশ এবং উত্তরাখণ্ডে অতিভারী বৃষ্টির আগামী কয়েকদিনও আছে। নতুন করে হড়পা বান এবং পাহাড়ি এলাকায় ধসের আশঙ্কা করা হচ্ছে। তাই সতর্কতা জারি করেছে প্রশাসন। রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী জানিয়েছে, মানুষের পাশাপাশি প্রায় ৩০০-র বেশি পশুর মৃত্যু হয়েছে হিমাচলে। প্রবল বৃষ্টির জেরে আপাতত তিন কোটি টাকার ক্ষতি হয়েছে সরকারের। ক্ষতিগ্রস্ত হয়েছে ১২৪টি রাস্তা।