অভিনেত্রীর সঙ্গে ‘কাপল চ্যালেঞ্জ’-এর ছবি দিলেন বরেলির যুবক, ভাইরাল ছবি

লখনউ: সোশ্যাল মিডিয়াতে ঝড়ের মতো ছড়াচ্ছে কাপল চ্যালেঞ্জ। সর্বশেষতম ট্রেন্ড এটি। এটি হল 'দম্পতি চ্যালেঞ্জ' যেখানে লোকেরা তাদের পার্টনারের সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে #coupleschallenge লিখে নিজের ছবি পোস্ট করে। তবে উত্তরপ্রদেশের এক বাসিন্দা যিনি অভিনেতা আলেকজান্দ্রা দাদদারিওর সঙ্গে এডিট করা ছবি টুইট করেন। আর সেই দেখে বেশ মজা পেয়েছেন নেটিজেনরা। বর্তমানে ওই ব্যক্তির সেই ছবি ভাইরাল।

 

লখনউ: সোশ্যাল মিডিয়াতে ঝড়ের মতো ছড়াচ্ছে কাপল চ্যালেঞ্জ। সর্বশেষতম ট্রেন্ড এটি। এটি হল ‘দম্পতি চ্যালেঞ্জ’ যেখানে লোকেরা তাদের পার্টনারের সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে #coupleschallenge লিখে নিজের ছবি পোস্ট করে। তবে উত্তরপ্রদেশের এক বাসিন্দা যিনি অভিনেতা আলেকজান্দ্রা দাদদারিওর সঙ্গে এডিট করা ছবি টুইট করেন। আর সেই দেখে বেশ মজা পেয়েছেন নেটিজেনরা। বর্তমানে ওই ব্যক্তির সেই ছবি ভাইরাল।

ছবিতে দেখা গিয়েছে, ধানক্ষেতের মাঝখানে বেওয়াচ এবং পার্সি জ্যাকসন সিরিজের মতো ছবিতে অভিনয় করা দাদারিওর সঙ্গে ছবিটি পোস্ট করেছেন বরেলির ওই বাসিন্দা। অভিনেত্রীকে ট্যাগ করে তিনি টুইট করেছিলেন, “নিন্দুকরা বলবে এটি ফটোশপড”। ছবিটি জুড়ে দাদরিও এটিকে রিটুইট করে বলেছিলেন, “সপ্তাহ শেষে বেশ মজার একটা ঘটনা ঘটল।”

 

 

null

ছবিটি দেখে বেশ মজা পেয়েছেন নেটিজেনরা। অনেকেই ছবির নিচে কমেন্ট করেছেন। কেউ আবার সেটি শেয়ার করেছেন। ইন্টারনেটে ঝড় তুলেছে ছবিটি।

নেটদুনিয়ায় এখন রীতিমতো ভাইরাল ক্যাপল চ্যালেঞ্জ। অনেকেই তাঁদের পার্টনারের সঙ্গে ছবি শেয়ার করছেন। পরিচিতদের থেকে মিলছে প্রতিক্রিয়াও। ফেসবুক, টুইটারর এখন ভর্তি এই কাপল চ্যালেঞ্জে। বিবাহিত দম্পতি হোক বা প্রেমিক প্রেমিকা, জুটির ছবি মানেই এখন সুপারহিট। আর হবে নাই বা কেন? ট্রেন্ডে গা ভাসানো তো এখন রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে। কিছুদিন আগে ভাইরাল হয়েছিল ফার্স্ট ইম্প্রেশন চ্যালেঞ্জ। হ্যাশট্যাগ দিয়ে এটিও ছড়িয়ে পড়েছিল নেটদুনিয়ায়। অনেকেই এই ট্যাগ দিয়ে নিজের ছবি পোস্ট করেছিলেন। অনেকে সেই ছবির নিচে কমেন্ট বক্সে বলেছিলেন প্রথমবার সেই মেয়ে বা ছেলেটিকে দেখে তাঁদের কী মনে হয়েছিল। মোটকথা লাইক আর কমেন্টের প্রতিযোগিতায় হু হু করে বাড়ছিল চ্যালেঞ্জের গ্রহণযোগ্যতা। এরপরই বাজারে এল কাপল চ্যালেঞ্জ।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + six =