নয়াদিল্লি: উদ্বেগ কাটল ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে নিয়ে। অবশেষে করোনা ভাইরাস মুক্ত হলেন তিনি। এ দিন তাঁকে দিল্লির এইমস ট্রমা সেন্টার থেকে ছুটি দেওয়া হয়। যদিও আগামী দিনে তাঁকে সমস্ত সতর্কতা মান্য করেই চলতে হবে বলে জানিয়েছেন চিকিৎকরা। এদিকে, করোনা আক্রান্ত আরও এক কংগ্রেস নেতা রাজীব সতবের অবস্থা সঙ্কটজনক বলে জানা যাচ্ছে। গতকাল রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে।
দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং। সাবধানতা অবলম্বন থেকে শুরু করে সাধারণ মানুষের জন্য টিকাকরণের জোর দেওয়া এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার মতো একাধিক বিষয়ে পরামর্শ দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি। যদিও প্রাক্তন প্রধানমন্ত্রীর পরামর্শ দেওয়াকে ভালোভাবে নেয়নি কেন্দ্রীয় সরকার। দাবি করা হয়েছিল, তিনি যে বার্তা দেওয়ার চেষ্টা করছেন সেটা তার দলের শীর্ষ নেতৃত্ব এখন মানছে না এবং কংগ্রেস যে রাজ্যে সরকারের রয়েছে সেখানে মানা হচ্ছে না।
পরবর্তী ক্ষেত্রে আবার করোনা ভাইরাস আক্রন্ত হন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। পঞ্চম দফার নির্বাচনের আগে বঙ্গ সফরে এসেছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। যদিও সেই সফর করার পরেই তিনি জানিয়েছিলেন বাকি কর্মসূচিতে নিয়ে বাতিল করলেন বাংলার জন্য, তার কারণ অবশ্যই করোনাভাইরাস পরিস্থিতি। পরে অবশ্য বঙ্গ সফর থেকে ফিরেই করোনাভাইরাস আক্রান্ত হন খোদ রাহুল গান্ধী।