নয়াদিল্লি: এই সপ্তাহের শুরুতেই মুক্তি পেয়েছে বারাক ওবামার নতুন বই ‘আ প্রমিস ল্যান্ড’। আর মুক্তির পরপরই তা দুর্দান্ত হিট। সেখানে কংগ্রেস দলের প্রাক্তন সভাপতি এবং কেরালার ওয়ায়নাডের সাংসদ রাহুল গান্ধীর উল্লেখ রয়েছে তিনি৷ এই প্রথম তিনি বই রচনা করলেন, তা নয়। এর আগে প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি একাধিক বই লিখেছেন। সেগুলিও হিট। সেগুলি হল ‘ড্রিমস ফ্রম মাই ফাদার’, ‘দ্য অ্যাড্যাসিটি অফ হপ’ এবং ‘চেঞ্জ উই ক্যান বিলিভ ইন’। এবার নতুন বইয়ে রাহুলের যোগ্যতা নিয়েই তুলেছেন প্রশ্ন৷
রাহুল গান্ধীর কথা উল্লেখ করে বারাক ওবামা তাঁর নতুন বই ‘আ প্রমিস ল্যান্ড’ বইয়ে লিখেছেন, তিনি নিজের সম্পর্কে নার্ভাস ও অসংগঠিত৷ যেন তিনি এমন একজন শিক্ষার্থী যিনি নিজের কাজ ঠিকমতো করছেন না। অথচ শিক্ষককে প্রভাবিত করতে চেষ্টা করছেন। তবে কোনও বিষয়ের উপর গভীরভাবে দক্ষতা অর্জনের আবেগ বা আবেগের ঘাটতি নেই। রাহুলের যোগ্যতা নিয়েও তুলেছেন প্রাক্তান মার্কিন রাষ্ট্রপতি৷ ওবামা ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং সম্পর্কেও লিখেছেন। বলেছেন, মনমোহন সিং একধরনের অনুভূতিশূন্য সৎ ব্যক্তি।
বারাক ওবামার নতুন বইতে মার্কিন রাষ্ট্রপতি নির্বাচিত জো বিডেনেরও উল্লেখ রয়েছে। ওবামা তাঁর প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট এবং বর্তমান মার্কিন রাষ্ট্রপতি নির্বাচিত বিডেনকে একজন শালীন মানুষ হিসাবে বর্ণনা করেছেন। ওবামার মতে বিডেন এমন একজন ব্যক্তি যিনি যদি মনে করেন যে তাঁকে তার প্রাপ্য দেওয়া হয়নি, তাহলে তিনি তা নিয়ে খোঁচাতে পারেন। তাঁর এই গুণ যা কম বসের সাথে কথা বলার সময় কাজে লাগে। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের কথা উল্লেখ করে ওবামা লিখেছেন এই নেতা তাঁকে স্ট্রিট স্মার্ট বসদের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। তারা এক সময় শিকাগো চালাত।
নিউ ইয়র্ক টাইমসের একটি বইয়ের পর্যালোচনা অনুসারে, বারাক ওবামার নতুন বই ‘আ প্রমিসড ল্যান্ড’ বারাক ওবামার ব্যক্তিগত জীবনের চেয়ে তাঁর রাজনৈতিক অবস্থানের দিকে বেশি জোর দিয়েছে। প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি রাজনীতির নিজের প্রথম দিন থেকে শুরু করে পাকিস্তানের অ্যাবটাবাদে মার্কিন সিলের একটি দল ওসামা বিন লাদেনকে হত্যার বিষয় নয়ে একাধিক লেখা লিখেছেন।