পাকিস্তানে যাচ্ছেন মনমোহন? অবশেষে মিলল জবাব

নয়াদিল্লি: গত কয়েকদিন ধরে গুরু নানকের জন্মবার্ষিকী উপলক্ষে দেশের মনমোহন সিং-এর কর্তারপুরে যাওয়া নিয়ে কম জলঘোলা হয়নি। অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটল। কর্তারপুরে যাচ্ছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। বৃহস্পতিবার এমনটাই জানালেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। নভেম্বর মাসে গুরুনানকের ৫৫০তমজন্মবার্ষিকী উপলক্ষে এক সর্বদলীয় প্রতিনিধি দল কর্তাপুরে যাচ্ছে। সেই প্রতিনিধি দলের অন্যতম প্রধান সদস্য হিসাবে যাচ্ছেন

3 stocks recomended

নয়াদিল্লি: গত কয়েকদিন ধরে গুরু নানকের জন্মবার্ষিকী উপলক্ষে দেশের মনমোহন সিং-এর কর্তারপুরে যাওয়া নিয়ে কম জলঘোলা হয়নি। অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটল।

কর্তারপুরে যাচ্ছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। বৃহস্পতিবার এমনটাই জানালেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। নভেম্বর মাসে গুরুনানকের ৫৫০তমজন্মবার্ষিকী উপলক্ষে এক সর্বদলীয় প্রতিনিধি দল কর্তাপুরে যাচ্ছে। সেই প্রতিনিধি দলের অন্যতম প্রধান সদস্য হিসাবে যাচ্ছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে পঞ্জাব সরকারের পক্ষ থেকে আমন্ত্রন জানানো হয়েছিল। তাঁরাও সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন।

আগামী ১২ নভেম্বর সুলতানপুরের লোধিতে গুরু নানকের জন্মবার্ষিকী অনুষ্ঠীত হবে। তার আগে ৯ নভেম্বর এক সর্বদলীয় প্রতিনিধি দল জাঠা বা মিছিল করের কর্তারপুরে পৌঁছাবে। জাঠার নেতৃত্ব দেবেন খোদ মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। সেই জাঠাতে অংশগ্রহণ করবেন মনমোহন সিং। কর্তারপুর হয়ে সুলতানপুর লোধি যাবেন তিনি। তবে কর্তারপুর গেলেও কর্তারপুর করিডর উদ্বোধনের জন্য তাঁর পাকিস্তানে যাওয়ার কোনও সম্ভাবনা নেই বলে সাফ জানিয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “পাকিস্তানে কর্তাপুর করিডর উদ্বোধন অনুষ্ঠানে আমার যাওয়ার কোনও প্রশ্নই উঠছে না এবং আমি মনে করি মনমোহন সিং-ও পাকিস্তানে যাবেন না।”

এই অনুষ্ঠানে যাওয়া জন্য কয়েকদিন আগেই পাক সরকারের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে। যদিও কংগ্রেস সূত্রে খবর, সেই আমন্ত্রণ পত্র স্বীকার করেননি মনমোহন। এদিকে, মিছিলে অংশগ্রহণের জন্য সম্প্রতি দিল্লিতে গিয়ে মনমোহনকে নিজে হাতে আমন্ত্রণ পত্র দিয়ে আসেন ক্যাপ্টেন অমরিন্দর সিং।

১০ বছর দেশের প্রধানমন্ত্রী হিসাবে আসীন থাকা সত্ত্বেও একবারও পাকিস্তানে পা রাখেননি মনমোহন সিং। সেকারণে এবারও পাকিস্তানে না যাওয়ায়রই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *