নয়াদিল্লি: মঙ্গলবার রাতেই গরু পাচার মামলায় গ্রেফতার হয়েছেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের হিসেবরক্ষক মনীশ কোঠারি। ইডি তাঁকে দিল্লিতে তলব করেছিল এবং তাঁকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করে। বুধবার তাঁর ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। আগামী সোমবার মনীশকে আবার আদালতে পেশ করা হবে।
আরও পড়ুন- হাইকোর্ট স্বস্তি দিল আইনজীবীকে সঞ্জয় বসুকে, অনুমতি ছাড়া কিছুই পারবে না ইডি
এদিন রাউস অ্যাভিনিউ আদালতে মনীশের আইনজীবীরা দাবি করেন, কোনও পাচার মামলায় তাদের মক্কেল যুক্ত নয়, তিনি শুধু তাঁর কাজ, দায়িত্ব পালন করেছেন। এছাড়া কিছুদিন আগেই মণীশের অস্ত্রোপচার হয়েছে বলে জানিয়েছেন তাঁরা। এই প্রেক্ষিতে তাঁকে কোনও হেফাজতে না রেখে অন্য কোনও জায়গায় থাকতে দেওয়ার আবেদন করা হয়। যদিও কোনও কিছুতেই আদালত পাত্তা দেয়নি। দুই পক্ষের যুক্তি শোনার পর আপাতত পাঁচদিনের ইডি হেফাজতে পাঠানো হয়েছে অনুব্রতর হিসাবরক্ষককে। আসলে ইডি আদালতে দাবি করেছে, গরু পাচার মামলার জিজ্ঞাসাবাদে মণীশের বয়ানে অসঙ্গতি মিলেছে। এমন প্রমাণ তাদের কাছে আছে যে অনুব্রতর যাবতীয় টাকাপয়সার লেনদেন করত মণীশ। এমনকি তাঁর সঙ্গে অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনেরও ভালোই যোগ ছিল।
” style=”border: 0px; overflow: hidden”” title=”শান্তনু, কুন্তল বহিষ্কার! ছেঁটে ফেলল তৃণমূল! TMC expels Santanu Banerjee-Kuntal Ghosh” width=”560″>
অনেক জটিলতার পর গরু পাচার মামলায় ধৃত তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে গিয়েছে ইডি। সেখানে তাঁকে ইতিমধ্যেই বেশ কয়েক দফায় জেরা করেছে তারা। তাঁর কন্যা সুকন্যা ছাড়াও মণীশ কোঠারি-সহ বেশ কয়েক জনকেও তলব করে ইডি। যদিও বুধবার সুকন্যা মণ্ডল দিল্লিতে হাজিরায় যাননি। আইনজীবীর মারফত মেল করে জানান, তিনি দিল্লি আসতে পারছেন না৷ অথচ নিচুপট্টির বাড়িতেও নেই তিনি৷ তাহলে কোথায় গেলেন অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল? সেটাই এখন সবচেয়ে বড় কৌতূহলের বিষয়৷