Aajbikel

সিবিআই তদন্ত চাইছেন না মণিপুরের দুই নির্যাতিতা, গঠন হতে পারে বিশেষ কমিটি

 | 
supreme court

নয়াদিল্লি: মণিপুরে দুই মহিলাকে গণধর্ষণের পর বিবস্ত্র করার অভিযোগ উঠেছে। সেই ঘটনার ভিডিও ভাইরালও হয়েছে। এই ঘটনায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ওই দুই নির্যাতিতা। কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তারা। তবে সিবিআই তদন্তে আপত্তি আছে তাঁদের। আদালতে তারা আগেই আর্জি জানিয়েছিলেন যে, ঘটনার নিরপেক্ষ তদন্ত হোক এবং শীর্ষ আদালত স্বতঃপ্রণোদিত উদ্যোগ নিক। তাই সিবিআই-এ তাঁদের আপত্তি দেখে আদালত এখনও সিদ্ধান্ত নেয়নি যে তদন্তভার কাকে দেওয়া হবে। 

এদিন এই মামলার শুনানিতে নির্যাতিতাদের আইনজীবী কপিল সিব্বল জানান, ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে দিয়েছে কেন্দ্র সরকার। গোটা ঘটনার তদন্ত মণিপুরের পরিবর্তে অসমে করতে চাইছে তারা। কিন্তু নির্যাতিতা ওই দুই মহিলার আবেদন, অসমের পরিবর্তে অন্য কোনও রাজ্যে গিয়ে এই ঘটনার তদন্ত হোক। আর এই তদন্ত সিবিআই না করুক। যদিও কেন্দ্রের বক্তব্য, অসমে তদন্ত করার কথা তারা বলেনি, মণিপুর না হলে যে কোনও অন্য রাজ্যে তদন্ত হতে পারে। কিন্তু তাহলে তদন্ত কারা করবে? সে ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি। কারণ এই বিষয় নিয়ে আরও বড় অভিযোগ উঠেছে। 

আদালতে জানানো হয়েছে, শুধু এই দুই নির্যাতিতা নন, আরও অনেকে মহিলাই নির্যাতিত হয়েছেন মণিপুরে। তাই সমগ্র ঘটনা একবারে তদন্তের জন্য বিশেষ তদন্ত কমিটি গঠনের আর্জি জানানো হয়েছে সুপ্রিম কোর্টে। এদিকে এই ঘটনায় প্রধান বিচারপতি পর্যবেক্ষণ, মণিপুরের যৌন নিগ্রহের ঘটনার ওটাই (ভিডিওর ঘটনা) একমাত্র উদাহরণ নয়। অন্য রাজ্যের কথা বলে মণিপুরের ঘটনা বিচার করা যাবে না।  

Around The Web

Trending News

You May like