Aajbikel

মণিপুরের উত্তাপ এবার মেঘালয়ে, ব্যাপক সংঘর্ষে গ্রেফতার ১৬

 | 
violence

শিলং: মেইতেই জনগোষ্ঠীর তফসিলি উপজাতি পরিচয়ের দাবিতে শুরু হওয়া আন্দোলনের জেরে এই মুহূর্তে অগ্নিগর্ভ অবস্থা মণিপুরে। রাজ্যে সংঘর্ষে মৃত্যুর সরকারি হিসাব দেওয়া হয়নি। বেসরকারি মতে সংখ্যাটি ১৬। জখম শতাধিক। এই অবস্থায় মণিপুরের বিক্ষোভের আঁচ গিয়ে পড়ল পড়শি মেঘালয় রাজ্যে। সেখানে ইতিমধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে এবং পুলিশ একাধিক জনকে গ্রেফতারও করেছে বলে খবর। 

জানা গিয়েছে, মেঘালয়ের রাজধানী শিলংয়ের কাছে নোংরাম হিল অঞ্চলে কুকি এবং মেইতেই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ হয়। তার জেরে গোটা এলাকায় অশান্তি ছড়িয়ে পড়েছিল। তবে দ্রুত পদক্ষেপ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে ১৬ জনকে বলে খবর। একই সঙ্গে পুলিশের হুঁশিয়ারি, কেউ আইন হাতে তোলার চেষ্টা করলে চরম পদক্ষেপ নেওয়া হবে। ইতিমধ্যেই মণিপুরে জারি হয়েছে ৩৫৫ ধারা। সেখানে আবার আগেই রাজ্য সরকার  'সুট অ্যাট সাইট' অর্ডার দিয়ে রেখেছে। কিন্তু তারপরেও উত্তাপ কমেনি। বরং এদিনই এক সিআরপিএফ কমান্ডো এবং এক আয়কর আধিকারিককে খুন করা হয়েছে। 

পুরো বিষয়ের জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার বিরাট সম্ভাবনা তৈরি হয়েছে দুই রাজ্যেই। তাই সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের কাছে সম্প্রীতির বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে। আসলে মেইতেই জনগোষ্ঠীর দাবির বিরোধিতা করে একটি মিছিল বার করা হয়েছিল। সেখান থেকেই এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। 

Around The Web

Trending News

You May like