Aajbikel

কান ঘেঁষে ত্রিপুরায় জিতলেন মুখ্যমন্ত্রী মানিক, অল্পের জন্য হারতে হল কংগ্রেসের আশিসকে

 | 
মানিক

আগরতলা: গত বছর জুন মাসে উপনির্বাচনে বড় ব্যবধানে জিতেছিলেন তিনি৷ টাউন দোয়ালি বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের আশিস সাহাকে ৬,১০৪ ভোটে হারিয়েছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। মাত্র ৯ মাসের মধ্যেই সেই ব্যবধান তলানিতে ঠেকল৷ বিধানসভা ভোটে আশিসের সঙ্গে মানিকের ব্যবধান কমে হাজারেরও নীচে নেমে গেল। কান ঘেঁষে ত্রিপুরায় জিতলেন মানিক সাহা৷ 

আরও পড়ুন- ‘তুঘলকি’ সিদ্ধান্ত! ধর্না দিলেই ২০ হাজার জরিমানা, হিংসা ছড়ালে বহিষ্কার, নয়া শৃঙ্খলা বিধি JNU-তে

টাউন বড়দোয়ালি কেন্দ্র থেকে মোট ৫০ শতাংশ ভোট পেয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী আশিসএর ঝুলিতে গিয়েছে প্রায় ৪৭ শতাংশ ভোট। সেখানে তৃণমূল প্রার্থী দেড় শতাংশের সামান্য বেশি। এদিকে, বিজেপির ‘শক্ত ঘাঁটি’ বলে পরিচিত রাজধানী আগরতলার ওই আসন৷ সেখানে মাত্র হাজার ভোটের ব্যবধানে মানিকের এই জয় বিজেপির সমর্থন কমার স্পষ্ট ইঙ্গিত৷ তেমনটাই দাবি বিরোধীদের৷ প্রসঙ্গত, ২০১৮-র বিধানসভা নির্বাচনের টাউন বড়দোয়ালি কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসাবে জয়ী হয়েছিলেন আশিস। পরে তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দেন এবং কংগ্রেসে যোগ দেন৷ পরে সেখানে উপনির্বাচনও অনুষ্ঠিত হয়৷ 

এদিকে, ম্যাজিক ফিগারের আশপাশেই ওঠানামা করছে বিজেপি। তবুও এখনই জয়ের আবির ওড়াতে পারছে না পদ্মশিবির। বেশ কয়েকটি কেন্দ্রে জোর টক্কর চলছে বাম-বিজেপি’র। ১০-এর বেশি আসনে এগিয়ে রয়েছে তিপ্রামোথাও। এরমধ্যেই বিজেপির জন্য সুখবর। খুব সামান্য ব্যবধানে হলেও জিতে মুখরক্ষা করেছেন বিদায়ী মুখ্যমন্ত্রী মানিক সাহা। গ্রেস প্রার্থী আশিস কুমার সাহাকে মাত্র ৮৩২টি ভোটে হারিয়েছেন তিনি।


 

Around The Web

Trending News

You May like