কলকাতা: শনিবারের বারবেলায় ত্রিপুরা রাজনীতিতে নাটকীয় পরিবর্তন৷ আচমকা ইস্তফা দেন বিপ্লব দেব। এরপর থেকেই প্রশ্ন উঠেছিল, ত্রিপুরার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? উঠে এসেছিল বেশ কয়েকটি নাম৷ অবশেষে জল্পনার অবসান৷ ত্রিপুরার পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন মানিক সাহা৷ বিজেপির দুই কেন্দ্রীয় নেতা বিনোদ তাওড়ে ও ভূপেন্দ্র যাদবের উপস্থিতিতে বিজেপি পরিষদীয় দলের বৈঠকে চূড়ান্ত হয়, পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম৷ বিপ্লব দেবই পরিষদীয় দলের বৈঠকে মানিকবাবুর নাম প্রস্তাব করেন বলে জানা গিয়েছে৷ এবং সর্বসম্মতিতে তা গৃহীত হয়।
আরও পড়ুন- ত্রিপুরার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? দৌড়ে এগিয়ে দুই নেতা মানিক এবং যিষ্ণু
মানিক সাহা হলেন রাজ্যসভার সাংসদ এবং ত্রিপুরা বিজেপির সভাপতি। ২০১৬ সালে বিপ্লব দেবকে ত্রিপুরা বিজেপির সভাপতি করেছিল কেন্দ্রীয় নেতৃত্ব। ২০১৮ সালে ভোটে জেতার পর সেই বিপ্লব দেবকেই মুখ্যমন্ত্রী করেন নরেন্দ্র মোদী, অমিত শাহরা। মুখ্যমন্ত্রী হওয়ার পর রাজ্য সভাপতির পদ থেকে তিনি ইস্তফা দেন৷ তাঁর জায়গায় আনা হয় মানিক সাহাকে। এবার বিপ্লবের জায়গায় মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন এই চিকিৎসক।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>