‘এটা আমার কর্তব্য’, নর্দমা পরিষ্কার করতে ম্যানহোলে নামলেন BJP কাউন্সিলর

‘এটা আমার কর্তব্য’, নর্দমা পরিষ্কার করতে ম্যানহোলে নামলেন BJP কাউন্সিলর

বেঙ্গালুরু: জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে আমআদমির মনে অসন্তোষের অন্ত নেই৷ অধিকাংশ সময়েই অভিযোগ ওঠে, ভোটের আগেই যত প্রতিশ্রুতি, ভোট ফুরলেই বেপাত্তা তাঁরা! কিন্তু এই চেনা ছক একেবারে ভেঙে দিলেন কর্ণাটকের কাদরি-কাম্বালার ভারতীয় জনতা পার্টির কাউন্সিলার মনোহর শেট্টি৷ যোগ্য জনপ্রতিনিধির মতোই কাজ করে মন জিতে নিলেন এলাকাবাসীর৷  

বৃষ্টির জলে উপচে গিয়েছিল নর্দমা৷ আবর্জনা জমছিল রাস্তার উপরে৷ যার জেরে সমস্যায় পড়তে হচ্ছিল পথচারীদের৷ ট্রাফিক সমস্যাও বাড়ছিল৷ বারবার নর্দমা পরিষ্কারের চেষ্টা করা হলেও, সেই উদ্যোগ ব্যর্থ হয়৷ এরপর শ্রমিকদের ডেকে ম্যানহোলে নামতে বলেন শেট্টি৷ কিন্তু ম্যানহোলে নামতে রাজি হননি শ্রমিকরা৷ বর্ষার মরশুমে ম্যানহোলে নামা বিপজ্জনক হতে পারে বলে জানিয়ে দিন তাঁরা৷ 

এরপর নর্দমা পরিষ্কার করার জন্য পুরসভাকে হাই-স্পিড ওয়াটার জেড গাড়ি আনার নির্দেশ দেন শেট্টি৷ জেট অপারেটরকে ম্যানহোলের ভিতরে থাকা পাইপে জমে থাকা জঞ্জাল পরিস্কারের জন্য অনুরোধ জানান৷ কিন্তু  তিনিও সেই অনুরোধ ফিরিয়ে দেন৷ জেট অপারেটরের পাল্টা দাবি, এটা তাঁর কাজ নয়৷ অগত্যা সমস্যা সমাধানে ঝাঁপালেন খোদ শেট্টি৷ 

সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কাউন্সিলার বলেন, ‘‘পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছিল৷ কেউ ম্যানহোলে ঢুকতে রাজি হচ্ছিল না৷ তাই আমি নিজেই ম্যানহোলে ঢোকার সিদ্ধান্ত নিই এবং আবর্জনায় আটকে থাকা পাইপ পরিষ্কার করি৷’’ শেট্টি ম্যানহোলে ঢোকার পর তাঁকে অনুসরণ করেন চার কর্মী৷ ভিতরে তখন ঘুটঘুটে অন্ধকার৷ টর্চ হাতেই ম্যানহোলের ভিতরে ঢোকেন তাঁরা৷ প্রায় অর্ধেক দিন তাঁদের কেটে যায় পাইপের আবর্জনা পরিষ্কার করতে৷

শেট্টি বলেন, ‘‘পাইপ পরিষ্কার করার জন্য অসহায় গরিব মানুষদের জোড় করতে পারি না আমরা৷ কোনও সমস্যা হলে, তার দায় কে নেবে? যার জন্যই আমি নিজে ম্যানহোলে নামার সিদ্ধান্ত নিই৷ সব কাজের জন্য আমার অন্যের উপর নির্ভর করা উচিত নয়৷’’ তাঁর কথায়, ‘‘আমরা মানুষের জনপ্রতিনিধি৷ কিছু কিছু কাজ ফেলে রাখা যায় না৷ বর্ষায় এই চার মাস ম্যাঙ্গালুরুতে ভারী বৃষ্টি হয়৷ ফলে কোনও ভাবেই এই কাজ ফেলে রাখা সম্ভব ছিল না৷ চটজলদি কোনও পদক্ষেপ করতেই হতো৷’’ শেট্টি আরও বলেন, এটা তাঁর কর্তব্য৷ প্রচার পাওয়ার জন্য তিনি এ কাজ করেননি৷ যদিও তাঁর এই কাজকে কুর্নিশ জানিয়েছে সমগ্র ম্যাঙ্গালোরবাসী৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + nine =