বেঙ্গালুরু: জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে আমআদমির মনে অসন্তোষের অন্ত নেই৷ অধিকাংশ সময়েই অভিযোগ ওঠে, ভোটের আগেই যত প্রতিশ্রুতি, ভোট ফুরলেই বেপাত্তা তাঁরা! কিন্তু এই চেনা ছক একেবারে ভেঙে দিলেন কর্ণাটকের কাদরি-কাম্বালার ভারতীয় জনতা পার্টির কাউন্সিলার মনোহর শেট্টি৷ যোগ্য জনপ্রতিনিধির মতোই কাজ করে মন জিতে নিলেন এলাকাবাসীর৷
বৃষ্টির জলে উপচে গিয়েছিল নর্দমা৷ আবর্জনা জমছিল রাস্তার উপরে৷ যার জেরে সমস্যায় পড়তে হচ্ছিল পথচারীদের৷ ট্রাফিক সমস্যাও বাড়ছিল৷ বারবার নর্দমা পরিষ্কারের চেষ্টা করা হলেও, সেই উদ্যোগ ব্যর্থ হয়৷ এরপর শ্রমিকদের ডেকে ম্যানহোলে নামতে বলেন শেট্টি৷ কিন্তু ম্যানহোলে নামতে রাজি হননি শ্রমিকরা৷ বর্ষার মরশুমে ম্যানহোলে নামা বিপজ্জনক হতে পারে বলে জানিয়ে দিন তাঁরা৷
এরপর নর্দমা পরিষ্কার করার জন্য পুরসভাকে হাই-স্পিড ওয়াটার জেড গাড়ি আনার নির্দেশ দেন শেট্টি৷ জেট অপারেটরকে ম্যানহোলের ভিতরে থাকা পাইপে জমে থাকা জঞ্জাল পরিস্কারের জন্য অনুরোধ জানান৷ কিন্তু তিনিও সেই অনুরোধ ফিরিয়ে দেন৷ জেট অপারেটরের পাল্টা দাবি, এটা তাঁর কাজ নয়৷ অগত্যা সমস্যা সমাধানে ঝাঁপালেন খোদ শেট্টি৷
সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কাউন্সিলার বলেন, ‘‘পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছিল৷ কেউ ম্যানহোলে ঢুকতে রাজি হচ্ছিল না৷ তাই আমি নিজেই ম্যানহোলে ঢোকার সিদ্ধান্ত নিই এবং আবর্জনায় আটকে থাকা পাইপ পরিষ্কার করি৷’’ শেট্টি ম্যানহোলে ঢোকার পর তাঁকে অনুসরণ করেন চার কর্মী৷ ভিতরে তখন ঘুটঘুটে অন্ধকার৷ টর্চ হাতেই ম্যানহোলের ভিতরে ঢোকেন তাঁরা৷ প্রায় অর্ধেক দিন তাঁদের কেটে যায় পাইপের আবর্জনা পরিষ্কার করতে৷
Since no one was ready to enter the manhole, Mangaluru BJP corporator Manohar Shetty (otherwise known to be well dressed) enters manhole to clean clogged pipe. Earns massive public respect. pic.twitter.com/m6WNNQq179
— Maya (@Sharanyashettyy) June 25, 2020
শেট্টি বলেন, ‘‘পাইপ পরিষ্কার করার জন্য অসহায় গরিব মানুষদের জোড় করতে পারি না আমরা৷ কোনও সমস্যা হলে, তার দায় কে নেবে? যার জন্যই আমি নিজে ম্যানহোলে নামার সিদ্ধান্ত নিই৷ সব কাজের জন্য আমার অন্যের উপর নির্ভর করা উচিত নয়৷’’ তাঁর কথায়, ‘‘আমরা মানুষের জনপ্রতিনিধি৷ কিছু কিছু কাজ ফেলে রাখা যায় না৷ বর্ষায় এই চার মাস ম্যাঙ্গালুরুতে ভারী বৃষ্টি হয়৷ ফলে কোনও ভাবেই এই কাজ ফেলে রাখা সম্ভব ছিল না৷ চটজলদি কোনও পদক্ষেপ করতেই হতো৷’’ শেট্টি আরও বলেন, এটা তাঁর কর্তব্য৷ প্রচার পাওয়ার জন্য তিনি এ কাজ করেননি৷ যদিও তাঁর এই কাজকে কুর্নিশ জানিয়েছে সমগ্র ম্যাঙ্গালোরবাসী৷