মুম্বই: একা করোনায় রক্ষে নেই বৃষ্টি দোসর। একটি করোনা নিয়ে কাবু মুম্বই। তার মধ্যে আবার প্রবল বৃষ্টিতে বানভাসি হওয়ার আশঙ্কা। সব মিলিয়ে বেশ উদ্বেগের মধ্যেই দিন কাটছে শহরবাসীর। আর এরই মধ্যে মানবতার নোটিশ রাখলেন এক ব্যক্তি রাস্তার এক বিড়ালছানাকে উদ্ধার করে বাড়ি নিয়ে গেলেন তিনি।
ঘটনাটি ঘটেছে মুম্বইয়ে। তবে কোন এলাকায় ঘটেছে, তা জানা যায়নি। সম্প্রতি একটি সংবাদ মাধ্যমে প্রকাশ করা ভিডিও মারফত ঘটনাটি প্রকাশ্যে এসেছে। ভিডিও দেখা যাচ্ছে এক বাইক আরোহী একটি বিড়ালছানাকে উদ্ধার করে তাঁর বাইকের উপরে রেখেছেন। রাস্তা ভেসে যাচ্ছে বৃষ্টির জলে। আর ওই ব্যক্তির মোটরবাইকের ওপর নিশ্চিন্তে রয়েছে বিড়ালছানাটি। মাঝেমধ্যে হাঁকডাক করছে। কিন্তু ওটুকুই। প্রাণের কোনও সংশয় নেই তার। একটু পরে দেখা যায় ওই বিড়ালছানাটিকে নিয়ে বাড়ির পথে রওনা দিলেন ওই ব্যক্তি। এমন দুর্দিনে রাস্তার পশুর পাশে দাঁড়ানোয় ওই ব্যক্তিকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।
#WATCH A local in Wadala area of #Mumbai carries a kitten on his motorcycle after rescuing it, amid heavy rainfall in the city. He says, “I am taking the kitten home.” pic.twitter.com/4qawgwJQzP
— ANI (@ANI) August 6, 2020
আরও পড়ুন: রাম মন্দিরে ভূমিপুজো ঘিরে সংঘর্ষ, জারি কারফিউ
null
বুধবার সকাল থেকে ভিজতে শুরু করে দেশের বাণিজ্যনগরী । সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোলাবায়। গোটা শহরের মাত্র কয়েকটি জায়গায় হাতেগোনা যান চলাচল করছে। জরুরী পরিষেবা ছাড়া সমস্ত সরকারি অফিস প্রায় বন্ধ। কাজে নেমে পড়েছেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। মৌসম ভবনের তথ্য অনুযায়ী গত ৪৬ বছরে মুম্বই এমন বৃষ্টি দেখেনি। শেষ এমন বৃষ্টি হয়েছিল ১৯৭৪ সালে। তারপর একদিনে মুম্বইয়ে এমন বৃষ্টির কোথাও হয়নি। সাধারণত বছরের আগস্ট মাসে যে বৃষ্টি হয় এ বছর মাসের প্রথম পাঁচ দিনে তার প্রায় ৬০ শতাংশের বেশি বৃষ্টি হয়েছে মুম্বইয়ে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর বৃহস্পতিবার বিকেলের পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমতে পারে। তবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এই বৃষ্টিতে মানুষ যত না ক্ষতিগ্রস্থ হয়েছে, তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তায় পশুরা। অনেক কুকুর বিড়াল আশ্রয় নিয়েছে কোন গৃহস্থ বাড়ির উঠোনে। অনেকের আবার সেই আশ্রয়ও জোটেনি। আর এমন পরিস্থিতিতে এক বিড়ালছানাকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে নিজের বাড়িতে স্থান দেওয়ার জন্য ওই ব্যক্তির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে পশুপ্রেমীরা।