বাবার দ্বিতীয় বিয়েতে আপত্তি করায় বৈদ্যুতিক খুঁটিতে উঠে প্রতিবাদ

বাবার দ্বিতীয় বিয়েতে আপত্তি করায় বৈদ্যুতিক খুঁটিতে উঠে প্রতিবাদ

 
রাজস্থান: বাড়ির লোক বিয়েতে অরাজি হলে পাত্র-পাত্রী কত কিছুই না করে৷ তা বলে বৈদ্যুতিক খুঁটিতে উঠে প্রতিবাদ! হ্যাঁ এমনই ঘটনা ঘটেছে রাজস্থানের ঢোলপুরে৷

বাড়ির লোকজন বিয়েতে নারাজ, তাই বৈদ্যুতিক খুঁটিতে উঠে প্রতিবাদ জানালেন এক বৃদ্ধ৷ ওই বৃদ্ধের নাম সবরণ সিংহ। তাঁর স্ত্রী মারা গিয়েছেন। পাঁচ সন্তান রয়েছে সবরণ সিংহের। সকলকেই বিয়ে দিয়ে দিয়েছেন। তাঁর নাতি-নাতনিও রয়েছে। পুত্র, পুত্রবধূ, নাতি-নাতনিদের নিয়ে ভরা সংসার তাঁর। কিন্তু স্ত্রী-র মৃত্যুর চার বছর পরে তিনি আবার বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেন৷ তিনি জানান, আবারও জীবনসঙ্গী খুঁজছেন এবং দ্বিতীয়বার বিয়ে করবেন৷ কিন্তু তাতে বাঁধা হয়ে দাঁড়ান সন্তানরা। এই বয়সে বাবার পুনরায় বিয়ের ঘোর বিরোধী তাঁর সন্তানরা। তাই ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক খুঁটিতে উঠে গিয়ে প্রতিবাদ করেন বছর ষাটের সবরণ সিংহ। ঘটনাটি ঘটেছে রাজস্থানের ঢোলপুর জেলার মাধাভাও গ্রামে। 

বাবাকে বৈদ্যুতিক খুঁটির ওপর দেখে তাঁর ছেলেমেয়েরা প্রতিবেশীদের ঘটনাটি জানান এবং তাঁদের থেকে সাহায্য চান৷ এরপর প্রতিবেশীরাও ছুটে আসেন৷ সবরণ সিংহকে ওপর থেকে নেমে আসতে অনুরোধ করেন সবাই৷ কিন্তু সবরণ সিংহ সেখান থেকে নামবেন না বলে সাফ জানিয়ে দেন৷ বরং তাঁকে দ্বিতীয়বার বিয়ে করতে না দিলে আত্মহত্যা করার হুমকি দেন৷ একটি হাইটেনশন ভোল্টের তার হাতে ধরে আত্মহত্যা করার হুমিক দেন তিনি৷ সৌভাগ্যজনক ভাবে সেসময় ওই তারটিতে কারেন্টের কানেকশন ছিল না৷ এরপরই তাঁর পরিবার স্থানীয় সাব-স্টেশনে গোটা খবরটি জানায়৷ খবর পাওয়া মাত্রই বিদ্যুৎ দফতরের তরফে গোটা এলাকার বৈদ্যুতিক লাইন বন্ধ করে দেওয়া হয়৷

প্রায় একঘণ্টা বাদে এক স্থানীয় যুবক ওই বৈদ্যুতিক খুঁটিতে ওঠেন এবং তাঁকে বুঝিয়ে সুঝিয়ে নামিয়ে আনেন৷ ওই যুবক বৃদ্ধের কাছে জানতেও চান তিনি কাকে বিয়ে করতে চান? বৃদ্ধ জানান, ‘যেকোনও মেয়েকেই তিনি বিয়ে করতে রাজি৷ তিনি শুধু একজন সঙ্গী চান৷’ ওই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷ আর তাতেই হইচই পড়ে গিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + 18 =