‘মমতার ইচ্ছা পূরণ করে বাংলায় সরকার গড়বে বিজেপি’, অমিত শাহ

‘মমতার ইচ্ছা পূরণ করে বাংলায় সরকার গড়বে বিজেপি’, অমিত শাহ

নয়াদিল্লি:  বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ২০২১ সালে বাংলায় সরকার গড়বে ভারতীয় জনতা পার্টি৷ সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ 

মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে অমিত শাহ বলেন, ‘‘যদি মমতাজি চান, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার চালাবে, তাহলে আমি কথা দিচ্ছি, খুব শীঘ্রই তাঁর সেই ইচ্ছা পূরণ হবে৷ কারণ বাংলার মানুষ ‘পরিবর্তন’ চাইছে৷ একক সংখ্যাগরিষ্ঠতা নিয়েই সরকার গড়বে বিজেপি৷’’

কেন্দ্রের অপরিকল্পিত লকডাউনে সমস্যায় পড়তে হয়েছে লাখ লাখ পরিযায়ী শ্রমিকদের৷ যা নিয়ে রীতিমতো কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন মুখ্যমন্ত্রী৷ এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে ফোনে তাঁর কী কথা হয়েছে, নবান্নের সাংবাদিক বৈঠকে তা খোদ জানিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রী বলেন, “আমি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বলেছিলাম, যদি মনে হয় আমরা কোভিড পরিস্থিতি মোকাবিলা করতে পারছি না, তাহলে আপনারা কেন দায়িত্ব নিচ্ছেন না৷ এটা রাজনীতি করার সময় নয়৷” তাছাড়া কী ভাবে এত শ্রমিককে ইন্সটিটিউশনাল কোয়ারেন্টিনে রাখা হবে৷ সংক্রমণের সংখ্যা বাড়লে তার দায়িত্ব কে নেবে? এই প্রশ্ন তুলেছিলেন তিনি৷ কোভিডের পাশাপাশি উম্পুনের জেরে বাংলা খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে বলেও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷  

সেইসঙ্গে মুখ্যমন্ত্রী এও বলেছিলেন, “আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানাই, কারণ উনি কিন্তু আমায় বলেছিলেন, না না, নির্বাচিত সরকার কী করে ভেঙে দেব!” সোমবার সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মমতার এই মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমি বাংলার সরকার চালাতে পারি না। কারণ আমি একজন সাংসদ। তবে আমি নিশ্চিত করে বলতে পারি, তাঁর ইচ্ছে পূরণ হবে। আগামী বছর বাংলায় একক সংখ্যাগরিষ্ঠতা নিয়েই সরকার গড়বে বিজেপি৷’’ তিনি বলেন, রাজ্যের আইনশৃঙ্খলা একেবারে ভেঙে পড়েছে৷ রাজ্যে পরিবর্তন দরকার৷ 

অবশ্য এর আগেও পশ্চিমবঙ্গে সরকার গড়ার দাবি করেছিলেন অমিত শাহ৷ গত বছর ১৭ অক্টোবর এক সাক্ষাৎকারে তৎকালীন বিজেপি সভাপতি  অমিত শাহ বলেছিলেন,  “একুশ সালে বাংলায় দুই তৃতীয়াংশ গরিষ্ঠতা নিয়ে সরকার গড়বে বিজেপি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *