‘মমতার সরকার নিজের পতন নিজেই ডেকে আনবে’

কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকার নিজের পতন নিজেরাই ডেকে আনবে ২০২১-এর আগেই৷ বিধানসভা ভোটের দু’বছর আগেই তৃণমূল সরকারের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়৷ সাংবাদিক বৈঠক করে বিজয়বর্গীয় বলেন, ‘‘আমার মনে হয় না মমতাজি ২০২১ পর্যন্ত থাকতে পারবেন৷ এখনই কিছু বলা অপরিণত বলে শোনাবে৷ আমরা ২০২১-এর জন্য প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছি অনেক

‘মমতার সরকার নিজের পতন নিজেই ডেকে আনবে’

কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকার নিজের পতন নিজেরাই ডেকে আনবে ২০২১-এর আগেই৷ বিধানসভা ভোটের দু’বছর আগেই তৃণমূ‌ল সরকারের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়৷

সাংবাদিক বৈঠক করে বিজয়বর্গীয় বলেন, ‘‘আমার মনে হয় না মমতাজি ২০২১ পর্যন্ত থাকতে পারবেন৷ এখনই কিছু বলা অপরিণত বলে শোনাবে৷ আমরা ২০২১-এর জন্য প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছি অনেক আগে থেকেই৷  কিন্তু, আমার মনে হয়, এই সরকার নিজে থেকেই পড়ে যাবে৷’’

২০২১ সালে রাজ্যের পরিবর্তনের সরকারের দ্বিতীয় পর্যায়ের মেয়াদ শেষ করবে তৃণমূল৷ লোকসভায় বিজেপির বিপুল উত্থানের বেশ চাপে তৃণমূল৷ মমতাকে কাঠগড়ায় তুলে বিজয়বর্গীয় বলেন, ‘‘মমতাজি যত বেশি করে দরজায় দরজায় প্রচার করবেন, তত বেশি লাভবান হবে বিজেপি৷ মানুষ চায় পশ্চিমবঙ্গে হিংসা বন্ধ হোক। আর সেটা একমাত্র করতে পারবে বিজেপি৷ তৃণমূলের রাজত্বে হিংসা তার শীর্ষে পৌঁছে গিয়েছে৷’’

মমতার তোলা ইভিএম কেলেঙ্কারি প্রসঙ্গে বিজয়বর্গীয় বলেন, ‘‘মমতাজি মুখ্যমন্ত্রী হয়েছিলেন ইভিএমে ভোটের মাধ্যমেই৷ তিনি জিতলে ইভিএম ভাল৷ আর তিনি হারলেই ইভিএমে কারচুপির অভিযোগ আনা হচ্ছে৷ মমতাজির উচিত নিজের দিকে তাকানো৷ যেভাবে তিনি একটি অগণতান্ত্রিক সরকার চালাচ্ছেন, তার ফলও পাবেন তিনিই৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 3 =