কলকাতা: ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কাঠগড়ায় তুললেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি৷ বাংলায় দাঁড়িয়ে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ভারত বিরোধী বলেও বিস্ফোরক মন্তব্য করেছেন কেন্দ্রীয় মন্ত্রীর৷
কেন্দ্রীয় মহিলা, শিশু ও বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানির মন্তব্য, পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের জন্য যে সুযোগ সুবিধা কেন্দ্র সরকার এখানে পাঠানোর চেষ্টা করেছে, তার বেশিরভাগ মমতা সরকার করতে দেয়নি৷ উজ্জ্বলা যোজনা, আয়ুষ্মান যোজনা প্রকল্পগুলি রাজ্য সরকার বাধা দিচ্ছে৷ এছাড়াও কেন্দ্রীয় সরকারের তরফে বিভিন্ন উদ্যোগ ও পরিকল্পনা বৈঠক ডাকা হলেও রাজ্যের কোনও প্রতিনিধি সেখানে যোগ দেয় না বলেও অভিযোগ জানিয়েছেন স্মৃতি৷
যদিও স্মৃতি ইরানির দেওয়া এই অভিযোগ কিছুটা ‘অসত্য’ বলে মনে করছে পর্যবেক্ষক মহলের একাংশ৷ কেননা মোদি সরকারের উজ্জ্বলা যোজনা প্রকল্প বাস্তবায়নে গোটা দেশের নিরিখে বাংলা দ্বিতীয় স্থানে রয়েছে৷ কিন্তু স্মৃতি ইরানি বলছেন, রাজ্য সরকার মোদি উজ্জ্বলা প্রকল্পে বাধা দিচ্ছে৷ রাজ্য সরকার কেন্দ্রের আয়ুষ্মান প্রকল্প চালু করতে না দিয়েও উজ্জ্বলা প্রকল্পে বড়সড় সাফল্য পেয়েছে বাংলা৷ ফলে মন্ত্রীর এই তথ্য মন্তব্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক৷
এদিন তৃণমূলকে কাটগড়ায় তুলে সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে আক্রমণ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী৷ তাঁর দাবি, কেন্দ্রীয় সরকার সমস্ত কাজে শুধুমাত্র সমালোচনা করে চলেছে৷ তৃণমূল ভাল কাজে অংশ নেয় না৷ তৃণমূল শুধুমাত্র সরকারের বিরোধিতা করতেই বেশি পছন্দ করে বলেও মত স্মৃতি ইরানির৷ এছাড়াও এনআরসি নিয়ে কটাক্ষ করেছেন তিনি৷ বলেন, এই রাজ্যে এনআরসি করা হবে৷ এনআরসির উদ্দেশ্যে, কাউকে তাড়িয়ে দেওয়া নয়৷ সমস্ত ভারতবাসীর স্বার্থ রক্ষা করা করা৷
মোদি সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষ্যে কেন্দ্র সরকারের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন মন্ত্রী৷ বলেন, ‘‘কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার সামাজিক ও জাতীয় সুরক্ষায় একাধিক পদক্ষেপ নিয়েছে৷ তিন তলাক প্রথা থেকে শুরু করে কাশ্মীরের ৩৭০ ধারা বিলোপ করেছে৷ ক্ষতিগ্রস্ত ব্যাংকগুলিকে একত্রিত করে ব্যাংকিং ব্যবস্থাকে এক ছাতার নীচে আনার চেষ্টা করছে৷