নয়াদিল্লি: বিরোধিতা থাকলেও জাতীয় স্তরে এক হয়ে ভোটে লড়াই করার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী৷ দিল্লির যন্তরমন্তরে ধর্না মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফের মনে করিয়ে দেন, মোদির সঙ্গে লড়াই করতে গেলে যে যেখানে শক্তিশালী, তাকে সেখানে লড়তে দিতে হবে৷ সেক্ষেত্রে তৃণমূলকে বাংলায় ৪২ আসনে লড়াই করার সুযোগ দিতে হবে বলেও জানান তিনি৷
এদিন মমতা বলেন, ‘‘বড় কাজ করতে গেলে কুরবানি দিতে হয়৷ সে যেখানে সে সেখানেই লড়াই করুক৷ আমরা এটাই চাই৷ আগামী দিনে আমরা এক জোট হয়ে লড়ব৷ যতই মতবিরোধ থাক, জাতীয় স্তরে মোদির বিরুদ্ধে লড়াই করতে গেলে সিপিএম, কংগ্রেস আপনাদের সমর্থন চাই৷’’ বলেন, ‘‘আমি আত্মত্যাগ করতে রাজি৷ কিন্তু, কংগ্রেস করবে কি না জানি না৷ আমাদের রাজ্যে সিপিএম, বিজেপি, কংগ্রেস এক সঙ্গে লড়াই করে৷ কিন্তু, ওঁরা যতই লড়াই করুক, আমরা ৪২-এ ৪২ পাবো৷ কারণ, আমরা ওঁদের সঙ্গে লড়াই করার অভ্যাস হয়ে গিয়েছে৷’’
Mamata Banerjee: Aane waale din ekhatte hoke humlog ladenge. Hamare saath Congress, CPM ka jo bhi fight rahega state mein rahega. National level mein hum ek saath ladenge. Let them fight against me, I don’t mind. For interest of the nation, I’m ready to sacrifice my life/party pic.twitter.com/Bi3RWcOnXx
— ANI (@ANI) February 13, 2019
বুধবার ব্রিগেডের পর এবার দিল্লির যন্তরমন্তরে ধর্না মঞ্চ থেকে কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন মোদিকে আক্রমণ করে মমতা বলেন, ‘‘এত খারাপ সরকার আমি আগে কখনও দেখেনি৷ এই সরকার এজেন্সি দিয়ে ভয় দেখাচ্ছে৷ ততই ভয় দেখাক, আমি ভয় পাই না৷ কারণ, ওরা আর ২০ দিন আছে৷ আর ২০ দিন ভয় দেখাবে৷ তারপর কী হবে?’’