জাতীয় রাজনীতিতে সিপিএম-কংগ্রেসের হাত ধরতে চান মমতা

নয়াদিল্লি: বিরোধিতা থাকলেও জাতীয় স্তরে এক হয়ে ভোটে লড়াই করার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী৷ দিল্লির যন্তরমন্তরে ধর্না মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফের মনে করিয়ে দেন, মোদির সঙ্গে লড়াই করতে গেলে যে যেখানে শক্তিশালী, তাকে সেখানে লড়তে দিতে হবে৷ সেক্ষেত্রে তৃণমূলকে বাংলায় ৪২ আসনে লড়াই করার সুযোগ দিতে হবে বলেও জানান তিনি৷ এদিন মমতা বলেন, ‘‘বড় কাজ

জাতীয় রাজনীতিতে সিপিএম-কংগ্রেসের হাত ধরতে চান মমতা

নয়াদিল্লি: বিরোধিতা থাকলেও জাতীয় স্তরে এক হয়ে ভোটে লড়াই করার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী৷ দিল্লির যন্তরমন্তরে ধর্না মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফের মনে করিয়ে দেন, মোদির সঙ্গে লড়াই করতে গেলে যে যেখানে শক্তিশালী, তাকে সেখানে লড়তে দিতে হবে৷ সেক্ষেত্রে তৃণমূলকে বাংলায় ৪২ আসনে লড়াই করার সুযোগ দিতে হবে বলেও জানান তিনি৷

এদিন মমতা বলেন, ‘‘বড় কাজ করতে গেলে কুরবানি দিতে হয়৷ সে যেখানে সে সেখানেই লড়াই করুক৷ আমরা এটাই চাই৷ আগামী দিনে আমরা এক জোট হয়ে লড়ব৷ যতই মতবিরোধ থাক, জাতীয় স্তরে মোদির বিরুদ্ধে লড়াই করতে গেলে সিপিএম, কংগ্রেস আপনাদের সমর্থন চাই৷’’ বলেন, ‘‘আমি আত্মত্যাগ করতে রাজি৷ কিন্তু, কংগ্রেস করবে কি না জানি না৷ আমাদের রাজ্যে সিপিএম, বিজেপি, কংগ্রেস এক সঙ্গে লড়াই করে৷ কিন্তু, ওঁরা যতই লড়াই করুক, আমরা ৪২-এ ৪২ পাবো৷ কারণ, আমরা ওঁদের সঙ্গে লড়াই করার অভ্যাস হয়ে গিয়েছে৷’’

বুধবার ব্রিগেডের পর এবার দিল্লির যন্তরমন্তরে ধর্না মঞ্চ থেকে কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন মোদিকে আক্রমণ করে মমতা বলেন, ‘‘এত খারাপ সরকার আমি আগে কখনও দেখেনি৷ এই সরকার এজেন্সি দিয়ে ভয় দেখাচ্ছে৷ ততই ভয় দেখাক, আমি ভয় পাই না৷ কারণ, ওরা আর ২০ দিন আছে৷ আর ২০ দিন ভয় দেখাবে৷ তারপর কী হবে?’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × one =