নির্বাচন ব্যবস্থায় আমূল পরিবর্তন চাইলেন মমতা, মিটবে জট?

কলকাতা: ইভিএমের বদলে ব্যালটে ফেরানোর দাবি আগেই তুলেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবার নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়ায় বড়বড় পরিবর্তনের দাবিতে সওয়াল করলেন বাংলার অগ্নিকন্যা৷ নির্বাচন কমিশন গঠনের মধ্যেই বিস্তর গলদ রয়েছে বলেও অভিযোগ তুলেছেন৷ এই গলদ দূর করতে নয়া ব্যবস্থা চালুর দাবিও জানিয়েছেন তৃণমূল নেত্রী৷ হুগলি জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর তৃণমূল ভবনে বসে সুপ্রিম

নির্বাচন ব্যবস্থায় আমূল পরিবর্তন চাইলেন মমতা, মিটবে জট?

কলকাতা: ইভিএমের বদলে ব্যালটে ফেরানোর দাবি আগেই তুলেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবার নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়ায় বড়বড় পরিবর্তনের দাবিতে সওয়াল করলেন বাংলার অগ্নিকন্যা৷ নির্বাচন কমিশন গঠনের মধ্যেই বিস্তর গলদ রয়েছে বলেও অভিযোগ তুলেছেন৷ এই গলদ দূর করতে নয়া ব্যবস্থা চালুর দাবিও জানিয়েছেন তৃণমূল নেত্রী৷

হুগলি জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর তৃণমূল ভবনে বসে সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগের ধাঁচে কলেজিয়ামের মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের দাবিও তুলছেন তিনি৷ কলেজিয়ামের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন হলে দেশের গণদতন্ত্রের জন্য মঙ্গল৷

এর আগেও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ভোটপর্ব চলাকালীন সরব হন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি সভাপতি অমিত শাহের বিরুদ্ধে বিরোধীদের আনা নির্বাচনী আচরণবিধির অভিযোগ বারংবার খারিজ হওয়ার প্রসঙ্গও তুলে আনেন মমতা৷ রাজ্যের কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট ও কমিশনের সক্রিয়তা নিয়েও প্রশ্ন তোলেন৷ কমিশন কর্তাদের নিয়োগ নিয়েও প্রশ্ন তোলেন খোদ মমতা৷ এবার, কেন্দ্রের সুপারিশের ভিত্তিতে গঠিত নির্বাচন কমিশন গঠনের ফের বিরোধিতার সুর চড়ালেন মমতা৷ ইভিএমের বদলে ব্যালটে ফেরানোর দাবি নিয়ে সোচ্চার হওয়ার ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ নির্বাচনের নামে টাকার খেলা বন্ধ করতে রাষ্ট্রীয় তহবিলের পক্ষে সওয়াল করেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *