নয়াদিল্লি: আগামীকাল দিল্লি এসেই ফের একবার মোদি বিরোধী মঞ্চের সবচেয়ে প্রতিবাদী মুখ হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দিল্লির অন্ধ্রপ্রদেশ ভবনে মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর ধর্না-অনশন মঞ্চে তার একপ্রকার মহড়াও হয়ে গেল।
অন্ধ্রপ্রদেশের স্পেশাল প্যাকেজ ঘোষণার দাবিতে আজ দিনভর চন্দ্রবাবু নাইডুর ধর্না আদতে লোকসভা ভোটের আগে মোদি বিরোধী একটি মঞ্চেই পরিণত হল। এদিন একে একে অনশন মঞ্চে এলেন রাহুল গান্ধী, মনমোহন সিং, আহমেদ প্যাটেল, সমাজবাদী পার্টির মুলায়ম সিং যাদব, ন্যাশনাল কনফারেন্সের ফারুক আবদুল্লা, অরবিন্দ কেজরিওয়াল, ডিএমকে’র তিরুচি শিবার মতো মোদি বিরোধী দলের প্রতিনিধিরা। তৃণমূলের প্রতিনিধি হিসেবে সভায় উপস্থিত ছিলেন দলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়ান। চন্দ্রবাবু নাইডু বললেন, আমার এই ধর্নায় মমতাজির সমর্থন মোদি বিরোধী জেহাদকে আরও শক্তিশালী করল।