বন্যাবিধ্বস্ত তেলেঙ্গানার পাশে মমতা, ২ কোটি টাকা দান করলেন ত্রাণ তহবিলে

কলকাতা: প্রবল বর্ষণের জেরে বেহাল দশা অন্ধ্রপ্রদেশ সহ তেলেঙ্গানা৷ বন্যার কবলে পড়ে বিপর্যস্ত সেখান মানুষ৷ এবার তেলেঙ্গানার মানুষের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের বন্যা ত্রাণ তহবিলে ২ কোটি টাকা দান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সঙ্গে একটি চিঠিও লিখে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীকে তিনি জানান, 'তেলেঙ্গানার মানুষের দুর্দশা আমরা অনুভব করতে পারছি'৷ পশ্চিমবঙ্গে উৎসবের মরশুম চলছে। কিন্তু তেলেঙ্গানার বন্যা কেড়ে নিয়েছে ৭০- এর বেশি মানুষের প্রাণ। অতিরিক্ত বৃষ্টির ফলে অনেক বাড়িঘর ধবংস হয়ে গিয়েছে। এবার তেলেঙ্গানার মানুষজনের পাশে মানবিক মুখ নিয়ে দাঁড়ালেন বাংলার মুখ্যমন্ত্রী।

 

কলকাতা: প্রবল বর্ষণের জেরে বেহাল দশা অন্ধ্রপ্রদেশ সহ তেলেঙ্গানা৷ বন্যার কবলে পড়ে বিপর্যস্ত সেখান মানুষ৷ এবার তেলেঙ্গানার মানুষের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের বন্যা ত্রাণ তহবিলে ২ কোটি টাকা দান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সঙ্গে একটি চিঠিও লিখে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীকে তিনি জানান, ‘তেলেঙ্গানার মানুষের দুর্দশা আমরা অনুভব করতে পারছি’৷ পশ্চিমবঙ্গে উৎসবের মরশুম চলছে। কিন্তু তেলেঙ্গানার বন্যা কেড়ে নিয়েছে ৭০- এর বেশি মানুষের প্রাণ। অতিরিক্ত বৃষ্টির ফলে অনেক বাড়িঘর ধবংস হয়ে গিয়েছে। এবার তেলেঙ্গানার মানুষজনের পাশে মানবিক মুখ নিয়ে দাঁড়ালেন বাংলার মুখ্যমন্ত্রী।

ত্রাণ তহবিলে ২ কোটি টাকা আর্থিক সাহায্য দিলেন। মঙ্গলবার তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর কে চন্দ্রশেখর রাওয়ের সঙ্গে ফোনে কথা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান কেসিআর। একইসঙ্গে কে চন্দ্রশেখর রাওকে চিঠিও পাঠান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাতে তিনি লেখেন, মাসখানেক আগে আমফানের জেরে বিশাল ক্ষতি হয়েছিল পশ্চিমবঙ্গের। আপনার রাজ্যের মানুষের কষ্ট অনুভব করতে পারছি। সমবেদনা জানাচ্ছি। তেলেঙ্গানার ভাই-বোনেদের পাশে রয়েছে রয়েছে বাংলা। যার ফলে ২ কোটি টাকা তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর তহবিলে সাহায্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।

গত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টিতে ভাসছে তেলেঙ্গানার বিভিন্ন এলাকা। আরও ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। আবহাওয়াবিদদের দাবি, এখনও উত্তর-মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ রয়েছে। তার ফলে চলবে বৃষ্টি। যদিও হায়দরাবাদে আর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কর্ণাটকেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বিদার, কোপ্পাল, রাইচুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 2 =