মোদিকে আমন্ত্রণ জানিয়ে অমিত শাহের সঙ্গে কথা বলতে চাইলেন মমতা

নয়াদিল্লি: প্রধানমন্ত্রীর সঙ্গে ভালো আলোচনা হয়েছে৷ পুজোর পর বীরভূমে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কলয়া ব্লকের উদ্বোধনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানালেন মুখ্যমন্ত্রী৷ একই সঙ্গে অমিত শাহ সময় দিলে তাঁর সঙ্গেও বৈঠকে রাজি বলেও জানানেন মুখ্যমন্ত্রী৷ এদিন দিল্লিতে বৈঠক শেষে সাংবাদিক বৈঠক মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বাংলা নাম পরিবর্তন নিয়ে কথা হয়েছে৷ বীরভূমের কয়লা ব্লকের অনুমোদন পেয়েছি আমরা৷ সেই কারণে উদ্বোধনের

মোদিকে আমন্ত্রণ জানিয়ে অমিত শাহের সঙ্গে কথা বলতে চাইলেন মমতা

নয়াদিল্লি: প্রধানমন্ত্রীর সঙ্গে ভালো আলোচনা হয়েছে৷ পুজোর পর বীরভূমে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কলয়া ব্লকের উদ্বোধনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানালেন মুখ্যমন্ত্রী৷ একই সঙ্গে অমিত শাহ সময় দিলে তাঁর সঙ্গেও বৈঠকে রাজি বলেও জানানেন মুখ্যমন্ত্রী৷

এদিন দিল্লিতে বৈঠক শেষে সাংবাদিক বৈঠক মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বাংলা নাম পরিবর্তন নিয়ে কথা হয়েছে৷ বীরভূমের কয়লা ব্লকের অনুমোদন পেয়েছি আমরা৷ সেই কারণে উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছি৷ এটা কোন রাজনৈতিক কর্মসূচি নয়৷ পুরোপুরি সরকারি কর্মসূচি৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখব, যদি তিনি সময় দেন৷’’

বলেন, ‘‘প্রধানমন্ত্রীর সঙ্গে ভালো আলোচনা হয়েছে৷ দ্বিতীয় প্রধানমন্ত্রী হওয়ার পর দিল্লি আসতে চেয়েছিলাম৷ কিন্তু কিছু কারণে আসতে পারেনি৷ রাজ্যের দাবি-দাওয়া নিয়ে আলোচনা হয়েছে৷ রাজ্যে ১২ হাজার ৫০০ কোটি টাকা বিনিয়োগ হচ্ছে৷ বাংলার নাম পরিবর্তন নিয়ে কিছু বক্তব্য ছিল, সেগুলি জানিয়েছি৷ যদি পুজোর পরে প্রধানমন্ত্রী সময় পান, তাহলে আমাদের রাজ্যে আসে কলয়া ব্লকের উদ্বোধন করবেন৷ স্বরাষ্ট্রমন্ত্রী সময় দিলে দেখা করব৷ রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করব৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *