যুদ্ধের আবহে বিরোধী জোট গড়তে রাজধানীতে মমতা

নয়াদিল্লি: পাকিস্তানের ভিতরে ঢুকে ভোররাতে আকস্মিক ভারতীয় বায়ুসেনার অভিযানে জাতীয় রাজনীতির অভিমুখ বদলে গিয়েছে। বিরোধী শিবির একযোগে ভারতীয় বায়ুসেনার জওয়ানদের অভিনন্দন জানানোর পাশাপাশি এই ইস্যুতে সরকারের পাশেই দাঁড়িয়েছে। এই কঠিন সময়েই মোদি হটাওয়ের স্ট্র্যাটেজি ঠিক করতে আজ বুধবার বৈঠকে বসছে বিরোধীরা। বৈঠকে মধ্যমণি সেই মমতাই। হাজির থাকবেন রাহুল গান্ধী সহ একঝাঁক বিরোধী নেতা। মোদি বিরোধিতার

7e108c798c1dad39a114df9ffb8930bd

যুদ্ধের আবহে বিরোধী জোট গড়তে রাজধানীতে মমতা

নয়াদিল্লি: পাকিস্তানের ভিতরে ঢুকে ভোররাতে আকস্মিক ভারতীয় বায়ুসেনার অভিযানে জাতীয় রাজনীতির অভিমুখ বদলে গিয়েছে। বিরোধী শিবির একযোগে ভারতীয় বায়ুসেনার জওয়ানদের অভিনন্দন জানানোর পাশাপাশি এই ইস্যুতে সরকারের পাশেই দাঁড়িয়েছে। এই কঠিন সময়েই মোদি হটাওয়ের স্ট্র্যাটেজি ঠিক করতে আজ বুধবার বৈঠকে বসছে বিরোধীরা।

বৈঠকে মধ্যমণি সেই মমতাই। হাজির থাকবেন রাহুল গান্ধী সহ একঝাঁক বিরোধী নেতা। মোদি বিরোধিতার পরিকল্পনা তৈরির পাশাপাশি উদ্ভূত পরিস্থিতি আগামীকালের বিরোধীদের বৈঠকটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মোদিকে কোণঠাসা করতে কর্মসংস্থান, রাফাল, নোটবন্দির মতো ইস্যুর পাশাপাশি পুলওয়ামার জঙ্গি হামলার বিষয়টি নিয়েও সরব হয়েছে বিরোধীরা। কিন্তু আজ জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেওয়ার ঘটনায় নরেন্দ্র মোদি সরকারকে দেশের সাধারণ মানুষের অধিকাংশই বাহবা দিচ্ছে। তাই এমত পরিস্থিতিতে কীভাবে রাজনৈতিকভাবে মোদিকে মোকাবিলা করা হবে, তা আগামীকাল বিরোধী বৈঠকের অন্যতম আলোচনার বিষয় হতে পারে বলেই মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *