কলকাতা: সৌজন্যের রাজনীতি বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে দিল্লি যাচ্ছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ সেই মতো বিমানের টিকিটও কাটা হয়৷ কিন্তু, আজ সকালে টুই করে মুখ্যমন্ত্রী জানান, তিনি এই অনুষ্ঠানে যাচ্ছে না৷
টুইট করে বলেন, ‘‘এটা সংবিধানিক অনুষ্ঠান৷ কিন্তু, বিজেপি সাংবিধানিক অনুষ্ঠানের সঙ্গে রাজনীতি গুলিয়ে ফেলা হয়েছে৷’’ আর সেই কারণে তিনি যাবেন না৷ জানা গিয়েছে, এবার দ্বিতীয় বারের জন্য শপথ নেওয়ার আগে বাংলায় রাজনৈতিক হিংসায় মৃত বিজেপি কর্মী পরিবারকে শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানালেন মোদি৷ মূলত একই প্রতিবাদ জানিয়ে তিনি দিল্লি সফল বাতিল করলেন৷ এদিন টুইট করে মুখ্যমন্ত্রী জানান, বাংলায় কোনও রাজনৈতিক হিংসা হয়নি৷ বিজেপির ভুল দাবি করছে৷ এই পরিস্থিতিতে তিনি মোদির শপথ অনুষ্ঠানে যাবেন না৷
এদিন তিনি সাফ জানিয়ে দেন, বৃহস্পতিবার দিল্লিতে যাওয়ার ইচ্ছা৷ কিন্তু তিনি খবর পেয়েছেন, বিজেপি দাবি করেছে পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসায় মৃত্যু হয়েছে ৫৪ জনের৷ এটা সম্পূর্ণ মিথ্যা৷ রাজ্যে কোনও রাজনৈতিক হিংসা হয়নি৷ যা হয়েছে, সবই ব্যক্তিগত ও পারিবারিক কিংবা অন্য কারণে৷ রাজ্যের রাজনৈতিক হিংসার কোনও রিপোর্ট নেই৷ শপথ গ্রহণ নিয়েও রাজনীতি করতে চলেছে বিজেপি৷ ফলে বাধ্য হয়েই তিনি তাঁর দিল্লি সফর বাতিল করছেন বলেও জানান তিনি৷
মঙ্গলবার সন্ধ্যায় নবান্ন থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকাটা সাংবিধানিক রীতি। সংবিধানের নিয়ম মেনে অনুষ্ঠান, সেখানে থাকাটাও তাই সাংবিধানিক সৌজন্য। কয়েকজনের সঙ্গে কথা হয়েছে। কথা হয়েছে কয়েকজন মুখ্যমন্ত্রীর সঙ্গেও। আমরা সবাই মিলেই ঠিক করেছি, ওই অনুষ্ঠানে থাকব। এর পর আজ নিজের অবস্থান থেকে সরে দাঁড়ালেন মমতা৷
West Bengal CM Mamata Banerjee: It was my plan to attend oath-taking ceremony, however in past one hour, I am seeing media reports that the BJP is claiming 54 people have been killed in political violence in Bengal. This is untrue. I am compelled not to attend the ceremony. pic.twitter.com/U6pAC9vYHW
— ANI (@ANI) May 29, 2019
The oath-taking ceremony is an august occasion to celebrate democracy, not one that should be devalued by any political party pic.twitter.com/Mznq0xN11Q
— Mamata Banerjee (@MamataOfficial) May 29, 2019
বাংলা থেকে ৫৪ জনকে আমন্ত্রণ পাঠানো হয়েছে বলে খবর৷ ইতিমধ্যেই দিল্লির দিকে রওয়ান হয়ে গিয়েছেন মৃত বিজেপি কর্মীদের পরিবার৷ খুব সম্ভবত তাঁদের সঙ্গে দেখাও করতে পারেন মোদি৷ আগামিকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় রাষ্ট্রপতি ভবনেব হবে শপথ অনুষ্ঠান৷ থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
বিদেশমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে ‘বে অফ বেঙ্গল ইনিসিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকনমিক কো-অপারেশন বা বিমস্টেকের অন্তর্গত দেশগুলির রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে৷ বঙ্গোপসাগরের খাঁড়ির সঙ্গে যুক্ত দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সাতটি দেশ, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, তাইল্যান্ড, নেপাল, ভুটানের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে। এর বাইরে আরও কিছু দেশের রাষ্ট্রপ্রধানদেরও শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। তবে, সূত্রের খবর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শপথ অনুষ্ঠানে আসতে পারবেন না৷ একই সঙ্গে দেশের সমস্ত মুখ্যমন্ত্রীকেও আমন্ত্রণ জানানো হয়৷