‘পাঁচ মিনিটেই মাইক বন্ধ’ নীতি আয়োগের বৈঠক থেকে ওয়াক-আউট মমতার

নয়াদিল্লি: নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে দিল্লি গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে ওই বৈঠক ডাকা হয়েছিল৷ যদিও সেই বৈঠক বয়কট…

নয়াদিল্লি: নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে দিল্লি গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে ওই বৈঠক ডাকা হয়েছিল৷ যদিও সেই বৈঠক বয়কট করলেন মমতা৷  বৈঠক থেকে ওয়াক আউট করেন তিনি৷ বাইরে বেরিয়ে এসে বলেন, ‘‘আমাকে পাঁচ মিনিটও বলতে দেওয়া হয়নি। আমার মাইক বন্ধ করে দিয়ে আমাকে অপমান করা হয়েছে।’’

 

কেন্দ্রীয় বাজেটে বঞ্চনার অভিযোগে নীতি আয়োগের বৈঠক বয়কট করেছিলেন বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সাত জন মুখ্যমন্ত্রী৷ তবে রাষ্ট্রপতি ভবনে বৈঠকে যোগ দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তবে কিছুক্ষণের মধ্যেই  বৈঠক ছেড়ে রাইসিনা থেকে বেরিয়ে আসেন তিনি৷ রাষ্ট্রপতি ভবনের বাইরে দাঁড়িয়েই বলেন, ‘‘অন্যদের ২০ মিনিটের বেশি বলায় সুযোগ দেওয়া হয়েছে৷ আমাকে পাঁচ মিনিটও বলতে দেওয়া হয়নি। তার আগেই মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। এই বঞ্চনার প্রতিবাদেই আমি বৈঠক ছেড়ে চলে এসেছি।’’