Aajbikel

মুম্বই গিয়ে বচ্চন পরিবারের সঙ্গে সাক্ষাৎ মমতার, উঠল 'ভারতরত্ন' প্রসঙ্গ

 | 
mama_amitabh

মুম্বই: বিজেপি বিরোধী জোট 'ইন্ডিয়া' তৃতীয় বৈঠক করতে চলেছে মুম্বই। তার জন্যই বুধবার আরব সাগর পাড়ের শহরে গিয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর মুম্বই গিয়েই বচ্চন পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন তিনি। গত কয়েক বছর ধরে আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের নিয়মিত অতিথি অমিতাভ বচ্চন। তাঁর স্ত্রী জয়া বচ্চনের সঙ্গেও মমতার সম্পর্ক অত্যধিক ভালো। তাই এই সাক্ষাৎ কার্যত পাকা ছিল। সোশ্যাল মাধ্যমে তাঁদের সাক্ষাতের কিছু ছবি ছড়িয়েছে ইতিমধ্যেই। 

বুধবার দুপুরের বিমানে কলকাতা থেকে মুম্বইয়ের উদ্দেশে রওনা হন মমতা বন্দ্যোপাধ্যায়। মুম্বই বিমানবন্দরে নেমেই সোজা চলে যান অমিতাভ, জয়া বচ্চনদের বাড়ি ‘জলসা’য়। যে সব ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাতে দেখা যায় অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন এবং তাঁদের কন্যা আরাধ্যা ছাড়াও তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন অমিতাভ কন্যা। এদিন তাঁদের সকলের হাতে তিনি রাখি পরিয়েছেন বলেও জানা গিয়েছে। অন্যদিকে, সংবাদমাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, অমিতাভ বচ্চনকে এখনও 'ভারতরত্ন' দেওয়া হয়নি। তাঁর সরকার ক্ষমতায় থাকলে এক সেকেন্ডে তা দেওয়া হয়ে যেত। 

উল্লেখ্য, বৃহস্পতিবার ও শুক্রবার মুম্বইয়ে দু’দিনের বৈঠকে বসছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’। ইতিমধ্যে তারা দু'দফায় বৈঠকও সেরেছে যেখানে বাম, কংগ্রেস, তৃণমূল সহ একাধিক বিরোধী দলের প্রতিনিধিরা এক মঞ্চে ছিলেন। এই জোটের তৃতীয় বৈঠক নিয়ে তাই কৌতূহল আছে।   

Around The Web

Trending News

You May like