নয়াদিল্লি: ২০২৪ লোকসভা নির্বাচনকে মমতা বন্দ্যোপাধ্যায় আর যেন ‘মিশন’ হিসেবে দেখছেন না। তিনি আশা রাখছেন যে পরিবর্তন আসবে দিল্লিতে। এই প্রেক্ষিতেই আজ রাজধানীতে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করার পর ‘হোপ টোয়েন্টি ফোর’-এর বার্তা দিলেন তিনি। অর্থাৎ ২০২৪ লোকসভা নিয়ে যে তিনি ভীষণ আশাবাদী তাই বোঝাতে চাইলেন তিনি।
এদিন বিকেলে ১০ নম্বর জনপথে সোনিয়া গান্ধীর বাসভবনে পৌঁছন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল সাড়ে ৪টেয় দু’জনের মধ্যে বৈঠক শুরু হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও। এদিন বৈঠক সেরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা জানান, চায়ের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন সোনিয়াজি৷ রাহুলজিও ছিলেন৷ দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে৷ বিরোধী ঐক্য, পেগাসাস এবং কোভিড নিয়ে আলোচনা হয়েছে। বৈঠক ইতিবাচক হয়েছে। তবে বিরোধী জোটের নেতৃত্ব দেবেন কে? কে হবে মোদী বিরোধী মুখ? জবাবে মমতা বলেন, আমি একা কিছুই নই৷ বিজেপি’কে হারাতে জোটবদ্ধ হওয়াটা খুবই জরুরি৷ তাঁর কথায়, ‘‘আমি থোড়াই লিডার, আমি তো ক্যাডার। আমি স্ট্রিট ফাইটার।”
দিল্লি সফরে গিয়ে প্রথম থেকেই কেন্দ্রের বিরুদ্ধে নিজের সুর সপ্তম সুরে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠকের আগে দলীয় নেতাদের নিয়ে বৈঠক করেন মমতা৷ পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জোট নিয়ে আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, বিজেপির বিরুদ্ধে জোট হোক, সেটা সোনিয়া গান্ধীও চান৷ তাঁর কথায়, বর্তমান যা পরিস্থিতি, তাতে দেশ বাঁচাতে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে৷ মমতার বক্তব্য, বিরোধী মুখ কে হবে তা পরে ভেবে দেখা হবে৷ কিন্তু দেশের পরিস্থিতি শোচনীয়৷ মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে৷ গণতন্ত্র ধ্বংসের মুখে৷ এই ভয় ভীতির পরিবেশ থেকে সবার আগে দেশকে রক্ষা করতে হবে৷