ভারতের যে কোনও জায়গায় যেতে পারি, বহিরাগত নই! গোয়ায় মমতা

ভারতের যে কোনও জায়গায় যেতে পারি, বহিরাগত নই! গোয়ায় মমতা

পানাজি: রাজনৈতিক জীবনের প্রথম গোয়া সফরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের স্বভাব সিদ্ধ ভঙ্গিতে বিজেপিকে আক্রমণ করেছেন। আজ তাঁর উপস্থিতিতে তৃণমূল কংগ্রেস দলে যোগ দিয়েছেন লিয়েন্ডার পেজ থেকে শুরু করে নাফিসা আলি। যোগদান পর্বের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি বিজেপিকে একহাত নেন। স্পষ্টভাবে এও জানিয়ে দেন যে তিনি ভারতের যে কোনো জায়গায় যেতে পারেন, তিনি বহিরাগত নন।

এদিন মমতা বলেন, বিশ্বকে দেখাতে হবে যে ভারতের যে কেউ, যে কোনও জায়গায় যেতে পারে। মানবিকতা কখনো কাউকে আলাদা করে দেখতে পারে না। কিন্তু ভারতীয় জনতা পার্টি শিবির শুধুমাত্র মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করছে। ভারতবর্ষে বিভেদের কোন জায়গা নেই। মমতার কথায়, উত্তর প্রদেশ থেকে শুরু করে ত্রিপুরা কোথাও যেতে দেওয়া হয় না তাদের কর্মী এবং নেতাদের। সব জায়গায় মারধর করা হয় এবং অশান্তি সৃষ্টি করা হয়। কিন্তু ভারত এমন একটা দেশ যেখানে সবাই সব জায়গায় যেতে পারে, যার যেখানে ইচ্ছা থাকতে পারে। এই প্রসঙ্গে তাঁর স্পষ্ট বক্তব্য, দিল্লির দাদাগিরি চলবে না। এর পাশাপাশি তিনি আরো বলেন, তিনি গোয়াতে মুখ্যমন্ত্রী হতে আসেননি শুধু উন্নয়নের স্বার্থে এসেছেন। কারণ গোয়াতে সবকিছু রয়েছে শুধু নেতৃত্বের অভাব। তাঁকে এবং তাঁর দলকে বিশ্বাস করলে তারাও গোয়ার মানুষের জন্য লড়তে তৈরি, এমনই দাবি মমতার।

গোয়া সফরে এসেই তিনি নিজের দলের আসল অর্থ ব্যাখ্যা করেছেন। মমতা জানিয়েছেন, টিএমসি কথার অর্থ টেম্পল, মস্ক এবং চার্চ। অর্থাৎ সর্ব ধর্ম সমন্বয় বিশ্বাস করে তৃণমূল কংগ্রেস বলে বোঝাতে চেয়েছেন তিনি। একই সঙ্গে বিজেপির সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে প্রতিনিয়ত সেটাও স্পষ্ট করে দাবি করেছেন মমতা। উন্নয়নের স্বার্থে ঘাসফুল শিবিরের পাশে থাকতে সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছেন তিনি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + five =