Aajbikel

'বৈঠক ইতিবাচক', বিরোধী জোটের আলোচনায় খুশি মমতা

 | 
মমতা

বেঙ্গালুরু: আসন্ন লোকসভা ভোটকে সামনে রেখে বিরোধী দলের বৈঠকের আয়োজন করা হয়েছিল। আজ সেই ২৬টি বিজেপি বিরোধী রাজনৈতিক দলের বৈঠক সম্পন্ন হয়েছে। এই নিয়ে আপাতত এটি দ্বিতীয় বৈঠক। আর এই বৈঠক শেষে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, বৈঠক ভালোই হয়েছে। কংগ্রেসের তরফে সোশ্যাল মিডিয়াতেও একই কথা জানানো হয়েছে। তাদের বক্তব্য, আজকের বৈঠক যথেষ্ট ইতিবাচক এবং গঠনমূলক হয়েছে। 

সর্বভারতীয় এক সংবাদসংস্থাকে সাক্ষাৎকার দিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এদিন এই বৈঠক সম্পর্কে বলেন, আজ বৈঠক খুবই ভালো এবং ফলপ্রসূ হয়েছে। গঠনমূলক কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ যা আলোচনা হয়েছে, আগামী দিনে তা দেশের সাধারণ মানুষের জন্য যথেষ্ট লাভবান এবং ভালো হবে। তিনি আশা রাখছেন, আগামী দিনে দেশের মানুষের ভবিষ্যৎ উন্নত হবে। এদিকে কংগ্রেসের তরফ থেকে আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের এক ভিডিও পোস্ট করা হয়েছে। তাতে তিনি দাবি করেছেন, নরেন্দ্র মোদী বিগত ১০ বছর দেশ চালনা করার সুযোগ পেয়েছেন কিন্তু সব ক্ষেত্রেই তিনি ব্যর্থ হয়েছেন। মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করেছেন, অর্থনীতি শেষ হয়েছে, দারিদ্রতা বেড়েছে। তাই বিরোধীরা আজ এক হয়ে এই দলকে ক্ষমতাচ্যুত করার সিদ্ধান্ত নিয়েছে। 

মঙ্গলবার বেলা ১২টা থেকে শুরু হয় বিজেপি বিরোধী দলগুলির বৈঠক। কংগ্রেস যে প্রধানমন্ত্রী পদের দাবিদার নয়, তা এ দিন আরও একবার স্পষ্ট করে দেন কংগ্রেস সভাপতি৷ তিনি বলেন, তাঁদের লক্ষ্য, দেশের সংবিধান, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষ চরিত্র এবং সামাজিক ন্যয়কে সুপ্রতিষ্ঠিত করা। বিজেপির বিরুদ্ধে তাঁর বক্তব্য, সম্মিলিত ভাবে তারা ১১টি রাজ্য চালাচ্ছেন। বিজেপি ৩০৩টি আসন একা পায়নি। ওরা জোটসঙ্গীদের ভোট ব্যবহার করে ক্ষমতায় এসেছে৷ তার পর তাদেরই বাতিল করে দিয়েছে।   

Around The Web

Trending News

You May like