‘বিরোধী বলবেন না, আমরা দেশপ্রেমিক’, জোটের বৈঠকে বার্তা মমতার

‘বিরোধী বলবেন না, আমরা দেশপ্রেমিক’, জোটের বৈঠকে বার্তা মমতার

পাটনা: বিরোধী জোটের বৈঠকে নিয়ে এদিন সকাল থেকেই আলোচনা তুঙ্গে। দেশের বিরোধী রাজনৈতিক দলগুলির শীর্ষ নেতারা ঠিক কী নিয়ে চর্চা করবেন তা নিয়ে কৌতূহল অনেক। আগামী বছরের লোকসভা নির্বাচনে বিরোধী ঐক্যজোট দেখা যাবে কিনা তা নিয়েও নানা কথা শোনা যাচ্ছে চারিদিকে। পাটনার এই বিরোধী বৈঠক থেকেই বড় বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, একসঙ্গে লড়াই হবে। আর তাদের যেন কেউ বিরোধী না বলেন, তারা দেশপ্রেমিক। 

এদিন বৈঠক হওয়ার পর সাংবাদিক সম্মেলন হয়। সেখানে বিজেপিকে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে আক্রমণ করার পাশাপাশি আগামী দিনের একতা নিয়েও বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী। মমতার কথায়, তারা ঐক্যবদ্ধ আছেন, কিন্তু তারা বিরোধী নয়, দেশপ্রেমিক। কেউই যেন তাদের বিরোধী না বলে। এরপরেই বিজেপি বিরুদ্ধে তোপ দেগে তিনি মন্তব্য করেন, বিজেপির অত্যাচারের বিরুদ্ধে লড়াই হবে এবং একজোট হয়েই সেই লড়াই চলবে। তাহলে বৈঠক কি ইতিবাচক হল? মমতা জানিয়েছেন, পাটনা থেকে যা শুরু হয়, তা একটি আন্দোলনের রূপ নেয়। বৈঠক ভালো হয়েছে। 

এরপরই কার্যত বাংলার দিকে তিনি অভিমুখ ঘুরিয়ে দেন নিজের। মমতা বলেন, রাজভবন থেকে বিকল্প সরকার চালানোর চেষ্টা হচ্ছে। রাজ্যের প্রতিষ্ঠা দিবস পালন করে ফেলা হল সরকারকে না জানিয়েই। এদিকে এটাই স্পষ্ট কেউ জানে না যে রাজ্যের প্রতিষ্ঠা দিবস আদতে কোন দিন। প্রসঙ্গত, পাটনায় বৈঠকে বসেছিল ১৭ বিরোধী দল। একই মঞ্চে দেখা গিয়েছে, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল সহ আরও অনেককে। মূলত জনতা দল সুপ্রিমো নীতীশ কুমারের ডাকেই এই বৈঠক সম্পন্ন হয়েছে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − eighteen =