mamata banerjee
নয়াদিল্লি: সময় দিয়েছিলেন প্রধানমন্ত্রী৷ সেই মতোই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন তিনি৷ অভিষেক-সহ ১১ জন তৃণমূল সাংসদকে সঙ্গে নিয়ে সংসদ ভবনে পৌঁছন মমতা। বিভিন্ন প্রকল্পে রাজ্যের বকেয়া পাওনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতেই তাঁর দফতরে গিয়েছিলেন মমতা৷ প্রায় ২০ মিনিট ধরে চলে বৈঠক৷ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর বিজয় চকে সাংবাদিক বৈঠকে মুখোমুখি হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী৷
মমতা বলেন, টাকা পাব না কেন? আমরা প্রধানমন্ত্রীকে বলেছি, ‘‘কেন্দ্রের ১৫৫টি টিম রাজ্য পরিদর্শনে এসেছে। যা জানতে চাওয়া হয়েছে আমরা জানিয়েছি। তার পরও টাকা পাব না কেন? যদি কোনও ভুল হয়ে থাকে, তাহলে টাকা বন্ধ করে দিন।’’ তিনি আরও বলেন, আবাস যোজনা প্রকল্পেও টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। কোনও টাকা দেওয়া হচ্ছে না। ফাইন্যান্স কমিশনের টাকাও দেওয়া হচ্ছে না। লোকসভা-রাজ্যসভার ১০ সাংসদদের নিয়ে আজ আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলাম। আমরা জানিয়েছি, আমাদের রাজ্যে ১০০ দিনের কাজের টাকা আটকে রয়েছে। ২০২৩ সালের বাজেটেও আমাদের রাজ্যের জন্য ১০০ দিনের কাজে কোনও বরাদ্দ ধার্য করা হয়নি। মুখ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী বলেছেন, ওঁর অফিসার এবং আমাদের অফিসাররা মিলে বৈঠক করবে। প্রয়োজনীয় যাবতীয় ব্যাখ্যা সেখানে দেওয়া হবে। আমরা কেন্দ্রের ভাগ পাচ্ছি না। গরিব মানুষদের টাকা বন্ধ করে রাখা ঠিক নয়। প্রধানমন্ত্রী মন দিয়ে আমার কথা শুনেছেন। কেন্দ্র-রাজ্য কমিটি গড়ার আশ্বাসও দিয়েছেন৷