‘খেলা হবে’ নিয়ে গান লিখতে হবে! শাবানা-জাভেদ সাক্ষাতে অনুরোধ মমতার

‘খেলা হবে’ নিয়ে গান লিখতে হবে! শাবানা-জাভেদ সাক্ষাতে অনুরোধ মমতার

নয়াদিল্লি: দিল্লি সফরে গিয়ে একের পর এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের সঙ্গে বৈঠক করছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সকালে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ির সঙ্গে বৈঠক করেছিলেন তিনি। বিকেলে সাক্ষাৎ করলেন শাবানা আজমি এবং জাভেদ আখতারের সঙ্গে। জাভেদের সঙ্গে সাক্ষাৎ করার পর মমতা বন্দ্যোপাধ্যায় ‘খেলা হবে’ স্লোগান নিয়ে গান লেখার অনুরোধ জানালেন তাঁকে। একই সঙ্গে জাভেদ মমতার সঙ্গে সাক্ষাৎ করে জানালেন তিনি তাঁর কাছে কৃতজ্ঞ।

এদিন বিকেলে জাভেদ আখতার এবং শাবানা আজমির সঙ্গে দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনজনের মধ্যে বেশ কিছুক্ষণ বৈঠক হয় এবং পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জাভেদ জানান, তিনি মমতার কাছে কৃতজ্ঞ। একই সঙ্গে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের যেভাবে বাংলার পরিবর্তন চেয়ে ছিলেন সে ভাবে পরিবর্তন হয়েছে। এবার দেশেও পরিবর্তন চাইছেন, তা নিশ্চয়ই হবে। একই সঙ্গে সাংবাদিকরা যখন তাঁকে প্রশ্ন করেন ‘খেলা হবে’ স্লোগান নিয়ে তখন জাভেদ উত্তরে বলেন, এই স্লোগানের জনপ্রিয়তা নিয়ে আলাদা করে কিছু বলার নেই। সকলের মুখে মুখে ফিরছে এই স্লোগান তাই নিজেদেরকেই বুঝে নিতে হবে যে এটি কতটা জনপ্রিয় হয়েছে। ঠিক এই সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর পাশে দাঁড়িয়ে তাঁকে অনুরোধ করে বলেন, ‘খেলা হবে’ স্লোগান নিয়ে যেন তিনি একটা গান লিখে দেন।

mama

এর পাশাপাশি এদিনও বিরোধী জোট হলে তাঁর প্রধান কে হবে সেই প্রশ্ন ওঠা স্বাভাবিক ভাবেই। সেই প্রসঙ্গে আখতার জানান, কে প্রধান হবেন সেটা গুরুত্বপূর্ণ নয়। সবথেকে গুরুত্বপূর্ণ প্রত্যেকে কেমন ভারত চায় সেটা দেখার। গণতন্ত্র ভালো করা গেলেই সব ভালো হবে। তাই সেই হিসেবেই এগোতে হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + nineteen =