নয়াদিল্লি: বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর গুরুত্বপূর্ণ ছিল কারণ এই সফরেই আজ তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করলেন। তাঁর সঙ্গে বৈঠক করার পর সংবাদমাধ্যমের সামনে মমতা স্পষ্ট জানালেন যে দুজনের মধ্যে কী নিয়ে আলোচনা হয়েছে। তিনি জানান, রাজ্যের পাওনা টাকা থেকে শুরু করে বিএসএফ এবং টিকা ইস্যু নিয়ে কথা হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে।
মমতা জানান, পশ্চিমবঙ্গে অনেকগুলি ঘূর্ণিঝড় হয়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে রাজ্যে। আমফান থেকে শুরু করে ফণী, যশে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যের বহু অংশ। সেই ক্ষয়ক্ষতি বাবদ কেন্দ্রীয় সরকারের থেকে অর্থ পাওয়ার কথা রয়েছে, সেই নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। ৯৬ হাজার ৬৫৫ কোটি টাকার কাছাকাছি পাওয়ার কথা রয়েছে রাজ্য সরকারের বলে জানান মমতা। তিনি বলেন যে, কেন্দ্রীয় সরকারের কাছ থেকে পাওনা অর্থ যদি না পাওয়া যায় তাহলে রাজ্যের অসুবিধা হবে। প্রধানমন্ত্রী বিষয়টি দেখে নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে এদিন সংবাদমাধ্যমের সামনে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এর পাশাপাশি তিনি বিএসএফ ইস্যু নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছেন বলে জানান মমতা। তিনি বলেন, প্রধানমন্ত্রীকে তিনি জানিয়েছেন যে ভারতবর্ষে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো আছে এবং সেটা আরো শক্তিশালী করা প্রয়োজন। এখানে জোর জবরদস্তি চলে না। এই প্রসঙ্গেই মমতা জানান যে, বিএসএফের সঙ্গে তাঁর কোনো শত্রুতা নেই। কিন্তু আইন-শৃঙ্খলা রাজ্যের ব্যাপার তাই এই ভাবে সিদ্ধান্ত নিলে সমস্যা দেখা দেবে। এই প্রেক্ষিতেই মমতা জানান যে, সীমান্ত সুরক্ষার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের যদি রাজ্য সরকারের সহায়তা লাগে তাহলে সেই সাহায্য করতে তারা সর্বদা প্রস্তুত কিন্তু তা বলে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় আঘাত করে নয়। তাই বিএসএফ নিয়ে কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা ফিরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
অন্যদিকে, টিকা ইস্যু নিয়ে মমতা বলেন যে,রাজ্যে এখনও কেন্দ্রের থেকে টিকা পায়, সেই টিকা যত দ্রুত সম্ভব যেন দেওয়া হয়। কারণ এখন শিক্ষা প্রতিষ্ঠান খুলে গিয়েছে কিন্তু বাচ্চাদের টিকাকরণ নিয়ে সিদ্ধান্ত হয়নি। সেই সিদ্ধান্তও যাতে তাড়াতাড়ি নেওয়া যায় সেই দিকে প্রধানমন্ত্রীকে নজর দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী।