কাশ্মীরি পূত্রবধূ বিতর্কে খট্টরকে বিঁধলেন মমতা, পাল্টা রাহুল

কলকাতা: কাশ্মীরি মেয়েদের নিয়ে ‘বিয়ে’র হিড়িক ঘিরে তৈরি হওয়া বিতর্ক ও হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরের মন্তব্যের তীব্র ক্ষোভ প্রকাশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কাশ্মীরি মেয়েদের হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর বলেন, ‘‘আমাদের মন্ত্রী ওপি ধনকড় বলেছেন তিনি বিহার থেকে পূত্রবধূ নিয়ে আসবেন৷ তবে মানুষ এখন বলছেন কাশ্মীরের রাস্তা তো পরিষ্কার৷ তাই কাশ্মীর থেকেই

কাশ্মীরি পূত্রবধূ বিতর্কে খট্টরকে বিঁধলেন মমতা, পাল্টা রাহুল

কলকাতা: কাশ্মীরি মেয়েদের নিয়ে ‘বিয়ে’র হিড়িক ঘিরে তৈরি হওয়া বিতর্ক ও হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরের মন্তব্যের তীব্র ক্ষোভ প্রকাশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

কাশ্মীরি মেয়েদের হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর বলেন, ‘‘আমাদের মন্ত্রী ওপি ধনকড় বলেছেন তিনি বিহার থেকে পূত্রবধূ নিয়ে আসবেন৷ তবে মানুষ এখন বলছেন কাশ্মীরের রাস্তা তো পরিষ্কার৷ তাই কাশ্মীর থেকেই বিয়ের জন্য মেয়ে নিয়ে আসা যায়৷’’ হরিয়ানার মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরই সোশ্যাল মিডিয়ায় সরব হন মমতা৷ টুইটে প্রতিক্রিয়া দিয়ে মমতা জানান, এই ধরনের মন্তব্য অত্যন্ত অসংবেদনশীলতার পরিচায়ক৷ এই ধরনের অসংবেদনশীল মন্তব্য করা থেকে বিরত থাকার উচিত৷

এখানে না থেরে মমতা আরাও জানান, শুধু কাশ্মীরের ক্ষেত্রেই নয়৷ এই ধরনের মন্তব্য গোটা দেশের পক্ষেই অবমাননাকর৷ একই বিষয়ে ট্যুইট করে কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী কড়া সমালোচনা করেছেন৷ টুইটারে লেখেন, ‘‘মহিলারা পুরুষদের সম্পদ নয়৷’’

কাশ্মীর মেয়েদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিয়ে করা ও জমি কেনার বিষয়টি এখন ভাইরাল৷ এই নিয়ে নানন বিতর্কিত পোস্ট ঘুরছে সোশ্যাল মিডিয়ায়৷ এই নিয়ে শোশ্যাল দুনিয়ায় ঝড় ওঠার পর দেশের একাধিক নেতাকেও এই প্রসঙ্গে কথা বলতে শোনা গিয়েছে৷ এবার সেই তালিকায় নিজের নাম লিখিয়ে বিতর্কে পড়লেন হরিয়ানার মুখ্যমন্ত্রী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + 12 =