রাঁচি : নরেন্দ্র মোদী ফের ক্ষমতায় এলে দুর্নীতির দায়ে জেলে যেতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং চন্দ্রবাবু নাইডুকে। মঙ্গলবার ঝাড়খণ্ডের এক জনসভায় এমনই দাবি করলেন ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি রমণ সিং। এদিন রাঁচির হারমো ময়দায়ে জনসভায় ভাষণ দিতে গিয়ে রমণ সিং বলেন, ”পশ্চিমবঙ্গে বিজেপি কর্মীদের উপর অত্যাচার করছেন মমতা বন্দ্যোপাধ্যায় নির্বিচারে তাদের হত্যা করা হচ্ছে”। কেরলেও বিজেপি কর্মীদের উপর অত্যাচার চালানো হচ্ছে। কলকাতায় সিবিআই বনাম পুলিশের মধ্যে দ্বৈরথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাত ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ জানাতে চাইছে চন্দ্রবাবু নাইডু এবং মমতা বন্দ্যোপাধ্যায়।
তারা ভয় পাচ্ছে যদি নরেন্দ্র মোদী ফের ক্ষমতায় আসে তবে তাদের দুর্নীতিগুলি প্রকাশ্যে চলে আসবে। তার ফলে জেলে যেতে হতে পারে তাদের দুইজনকে। আসন্ন লোকসভা নির্বাচনে দুর্নীতির বিরুদ্ধে ধর্মযুদ্ধ হতে চলেছে।” সমস্ত বিরোধী দলগুলিকে কটাক্ষ করে রমণ সিং বলেন, ‘কংগ্রেস, সপা, বসপা, বামেরা প্রত্যেকেই দেশকে লুঠ করেছে। বিজেপির উত্থানের ফলে এরা ভীত। মহাজোট নয় এটা আদতে ঠগেদের বন্ধন। এদের থেকে আমাদের সতর্ক থাকতে হবে।’ অযোধ্যায় রাম মন্দির প্রসঙ্গে বলতে গিয়ে রমণ সিং বলেন, ”প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপির অন্যান্য বর্ষীয়ান নেতা থেকে শুরু করে সাধারণকর্মীরা সবাই চায় অযোধ্যায় রাম মন্দির গড়ে তোলা হোক। রাম মন্দির নির্মাণের ক্ষেত্রে প্রধান অন্তরায় কংগ্রেস।”