খড়্গের ফোনই ধরলেন না! বিজেপির সমর্থনে বিহারে ফের মুখ্যমন্ত্রী পদে বসছেন নীতিশ?

খড়্গের ফোনই ধরলেন না! বিজেপির সমর্থনে বিহারে ফের মুখ্যমন্ত্রী পদে বসছেন নীতিশ?

Kharge

পাটনা: ফের একবার ডিগবাজি৷ জোর জল্পনা, ‘হ্যারিকেন’ নিভিয়ে ‘পদ্ম’ ধরতে চলেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার৷ গেরুয়া সঙ্গী নিয়ে আরও একবার বিহারের মসনদে বসতে চসেছেন জেডিইউ সুপ্রিমো৷ তার আগেই বিহারের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য নীতীশকে নাকি বহু বার ফোন করেছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে। কিন্তু নীতীশের সঙ্গে যোগাযোগ করতে পারেননি৷ বিহারে জোট বদলের জল্পনার মাঝেই দাবি করলেন কংগ্রেসের মুখপাত্র জয়রাম রমেশ। তিনি বলেন, ‘‘আমি আনুষ্ঠানিকভাবে জানাচ্ছি, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে একাধিক বার কথা বলার চেষ্টা করেছিলেন। তবে, বিহারের মুখ্যমন্ত্রী ব্যস্ত থাকায় যোগাযোগ হয়নি।’’

গত এক দশকে এই নিয়ে চতুর্থ বার পাল্টি খাচ্ছেন নীতীশ কুমার৷ সোমবার নীতীশ মুখ্যমন্ত্রী পদে শপথ নিলে বিহারের নতুন উপমুখ্যমন্ত্রী হহে সম্ভবত বিজেপি নেতা সুশীল মোদী। বিহারের রাজনীতিতে তিনি ‘নীতীশ ঘনিষ্ঠ’ হিসাবেই পরিচিত। শনিবার রাতে দলীয় বিধায়কদের বৈঠকে আনুষ্ঠানিক ভাবে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-তে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে জেডিইউ৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 4 =