নির্বাচন ব্যবস্থায় বড় পরিবর্তন, ঘোষণা আইন মন্ত্রকের, সুবিধা জনতার

নয়াদিল্লি: পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন বৃদ্ধ ও প্রতিবন্ধীরা৷ পোস্টাল ব্যালটের মাধ্যমে দেওয়া যাবে ভোট৷ তবে অবশ্যই ৪০ বছর বয়সের ঊর্ধ্বে অথবা শারীরিকভাবে অক্ষম হতে হবে৷ একমাত্র তারাই ভোট দিতে পারবেন পোস্টাল ব্যালট৷ শনিবার এমনই ঘোষণা করেছে কেন্দ্রীয় আইনমন্ত্র৷ নির্বাচন কমিশনার কমিশনের সুপারিশে আইনমন্ত্রক নির্বাচন প্রক্রিয়ার নিয়মে পরিবর্তন এনেছে৷ নির্বাচন নিয়মে সংশোধনী বিষয়টি জানিয়ে একথা

cee1268a7f9ba627a929128ade8be392

নির্বাচন ব্যবস্থায় বড় পরিবর্তন, ঘোষণা আইন মন্ত্রকের, সুবিধা জনতার

নয়াদিল্লি: পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন বৃদ্ধ ও প্রতিবন্ধীরা৷ পোস্টাল ব্যালটের মাধ্যমে দেওয়া যাবে ভোট৷ তবে অবশ্যই ৪০ বছর বয়সের ঊর্ধ্বে অথবা শারীরিকভাবে অক্ষম হতে হবে৷ একমাত্র তারাই ভোট দিতে পারবেন পোস্টাল ব্যালট৷ শনিবার এমনই ঘোষণা করেছে কেন্দ্রীয় আইনমন্ত্র৷ নির্বাচন কমিশনার কমিশনের সুপারিশে আইনমন্ত্রক নির্বাচন প্রক্রিয়ার নিয়মে পরিবর্তন এনেছে৷ নির্বাচন নিয়মে সংশোধনী বিষয়টি জানিয়ে একথা ঘোষণা করেছে আইনমন্ত্রক৷

বর্তমানে সেনাবাহিনী ও নির্বাচনের কাজে যাঁরা যুক্ত থাকেন তাঁদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ রয়েছে৷ এবার ৪০ বছরের বেশি বয়সী ও শারীরিক ভাবে অক্ষম ভোটারদের এই সুবিধার আওতায় নিয়ে আসা হল৷ বুথে নির্বাচন অফিসার এই ধরনের ভোটারদের প্রত্যায়িত করবেন৷ তার ভিত্তিতে তাঁরা পোস্টাল ব্যালট ভোট দিতে পারবেন৷

নির্বাচন কমিশন জানিয়েছে, যাঁরা ভোট কেন্দ্রে উপস্থিত হতে পারেন না, এইরকম ভোটারদের মধ্যে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ব্যবস্থা করানো হবে৷ বয়স্ক ও শারীরিকভাবে অক্ষম ভোটারদের ক্ষেত্রে পোস্টাল ব্যালট চালু হওয়ায় ভোটের হার আরও বাড়বে বলে মনে করছে কমিশন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *