‘বাংলো ছাড়ুন মহুয়া’, কেন্দ্রীয় মন্ত্রককে চিঠি পাঠাল সংসদের আবাসন কমিটি

‘বাংলো ছাড়ুন মহুয়া’, কেন্দ্রীয় মন্ত্রককে চিঠি পাঠাল সংসদের আবাসন কমিটি

mahua moitra

কলকাতা: অর্থের বিনিময়ে প্রশ্ন মামলায় দিনকয়েক আগেই খারিজ হয়েছে তাঁর সাংসদ পদ। এবার হাতছাড়া হতে চলেছে বাংলো৷ সূত্রের খবর, কয়েকদিনের মধ্যেই মহুয়া মৈত্রকে তাঁর সাংসদ বাংলো খালি করে দিতে বলা হয়েছে। সংসদের হাউজিং কমিটির তরফে এই নির্দেশ দেওয়া হয়েছে৷ ইতিমধ্যেই লোকসভার হাউসিং কমিটি নগরোন্নয়ন মন্ত্রক এবং কেন্দ্রীয় আবাসনকে এই মর্মে চিঠি পাঠিয়েছে৷  যদিও তৃণমূল সূত্রে খবর, এই সংক্রান্ত কোনও চিঠিই নাকি এখনও পাননি কৃষ্ণনগরের সদ্য প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্র। উল্লেখ্য, বিশেষ কোটার আওতায় সাংসদ বাংলো পেয়েছিলেন মহুয়া।

‘ঘুষ নিয়ে প্রশ্ন’ কাণ্ডে মহুয়াকে লোকসভা থেকে বহিষ্কার করার সুপারিশ করে এথিক্স কমিটি। গত শুক্রবার এই সংক্রান্ত ৪৯৫ পৃষ্ঠার রিপোর্টও  লোকসভায় জমা দেয়। ওই রিপোর্ট পড়ে দেখার সময় চেয়েছিল তৃণমূল কংগ্রেস। লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে সময় চেয়েছিল কংগ্রেস এবং অন্য বিরোধী দলগুলিও৷ কিন্তু স্পিকার কোনও সময় দেননি। ওই দিনই মহুয়ার সাংসদ পদ খারিজ করা হয়৷ এর পরেই মহিয়া বলেন, শেষ দেখে ছাড়বেন৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + 7 =