কাদায় লুটোপুটি, খেলতে-খেলতে স্নান! শৈশবে ফিরলেন মহিন্দ্রা কর্তার, দেখুন ভিডিয়ো

কাদায় লুটোপুটি, খেলতে-খেলতে স্নান! শৈশবে ফিরলেন মহিন্দ্রা কর্তার, দেখুন ভিডিয়ো

নয়াদিল্লি: আনন্দ মহিন্দ্রার টুইটার অ্যাকাউন্টটি বরাবরই একটু ব্যতিক্রমী৷ তাঁর অ্যাকাউন্টে চোখ রাখলেই দেখা মিলবে কিছু মন ছুঁয়ে যাওয়া অনুপ্রেরণার কাহিনীতে ভরা ভিডিয়োর৷ অবিশ্বাস্য কিছু ক্লিপস তাঁর অনুগামীদের জন্য মাঝেমধ্যেই শেয়ার করে থাকেন মহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান৷ সেগুলি রীতিমতো ভাইরালও হয় যায়৷ 

সোমবার এই শিল্পপতির টুইটার অ্যাকাউন্টে ধরা পড়ে নদীর ধরে ওয়াটার স্লাইডের আনন্দে বুঁদ হওয়া এক শিশুর ছবি৷ যা দেখে অনেকেই হয়তো ফিরে যাবেন, তাঁদের ছেলেবেলার দিনে৷ এই ভিডিয়োটি শেয়ার করে আনন্দ মহিন্দ্র লেখেন, এই ভিডিয়োটি সোমবার তাঁকে কাজের অনুপ্রেরণা জুগিয়েছে৷  এই ভিডিয়ো ক্লিপটির সঙ্গে তিনি আরও লেখেন, ‘‘কোভিড পরবর্তী বিশ্বে আমরা সকলেই জীবনের এই সহজ আনন্দগুলিকে আরও বেশি মূল্য দেব৷ এই ভিডিয়োটি সোমবারের জন্য আমার কাজের অনুপ্রেরণা৷’’ 

এই ভিডিয়োটি আদতে আপলোড করেছিলেন  নান্দি ফাউন্ডেশনের সিইও মনোজ কুমার৷ তিনি এই ভিডিয়োর ক্যাপশান দিয়েছিলেন, ‘‘এটাই প্রকৃত আনন্দ৷ এই অভিজ্ঞতার স্বাদ দিতে পারে কেবলমাত্র ভারতের গ্রামাঞ্চলই৷’’ পরে পুনরায় এই ভিডিয়োটি শেয়ার করেন আনন্দ মহিন্দ্রা৷ এই ফুটেজে দেখা যাচ্ছে, ছোট ছোট ছেলেরা নদীর ধারে খেলা করে বেড়াচ্ছে৷ জলে ভেজা মাটির গড়ান দিয়ে তারা গড়িয়ে পড়ছে জলের মধ্যে৷ এই ভিডিয়োটি দেখে আপ্লুত টুইটার ইউজাররাও৷ ভিডিয়োটি শেয়ার করার পরই তা ভাইরাল হয়ে যায়৷ ১৬১.৯ হাজার ভিউ হয়েছে ভিডিয়োটি৷ শিশুগুলির প্রণোচ্ছ্বল উল্লাসকে প্রশংসায় ভরিয়েছেন নেটিজেনরা৷ অনেকেই ফিরে গিয়েছেন নিজেদের অতীতে৷ 

আনন্দ মাহিন্দ্রার টুইটারে ৮০ লক্ষেরও বেশি ফলোয়ার রয়েছে। আনন্দ মাহিন্দ্রা প্রায় দিনই মজার, চিন্তাশীল এবং বিনোদনমূলক পোস্ট শেয়ার করে থাকেন৷ গত বছর তিনি বাচ্চাদের সঙ্গে ক্যারাম খেলার একটি ফটো শেয়ার করেছিলেন।