রিয়ার বিরুদ্ধে FIR দায়ের হতেই রহস্যময় টুইট মহেশ ভাটের

রিয়ার বিরুদ্ধে FIR দায়ের হতেই রহস্যময় টুইট মহেশ ভাটের

মুম্বই:  সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বিতর্কের কেন্দ্রে রয়েছেন তাঁর প্রেমিকা রিয়া চক্রবর্তী৷ অভিযোগের আঙুল উঠেছে রিয়ার মেন্টর তথা গুরু মহেশ ভাটের দিকেও৷ এদিকে, সুশান্তকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গত রবিবার রিয়া ও তাঁর পরিবারের বিরুদ্ধে পাটনার রাজীব নগর থানায় এফআইআর দায়ের করেন সুশান্তের বাবা কৃষ্ণ কুমার সিং৷ তাঁর অভিযোগ, সুশান্তের থেকে প্রচুর টাকা হাতিয়েছিলেন রিয়া৷ এমনকী সুশান্তের বিশ্বস্ত দেহরক্ষীকেও সরিয়ে দিয়েছিলেন তিনি৷ ছ’পাতা দীর্ঘ ওই এফআইআর-এ রিয়ার বিরুদ্ধে বিভিন্ন ধারায় একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে৷   

এদিকে, রিয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়ার পরই রহস্যময় টুইট করেন প্রযোজক-পরিচালক মহেশ ভাট৷ তিনি লেখেন, ‘‘আমি অনেক দূরে এসেছি৷ কোথায়? আমি সত্যি জানি না কোথায়?’’ এর পর আরও একটি টুইট করেন তিনি৷

সেখানে লেখেন, ‘‘ফিরে যাওয়ার মতো কোনও দুনিয়া নেই…এটা ভঙ্গুর এবং পরিশ্রান্ত। আমাদের ফিরে আসতে হবে এই ছিন্নভিন্ন পৃথিবীতে এবং আবারও সেটা গড়ে তুলতে হবে ইটের পর ইট সাজিয়ে।’’ একটি কবিতাও শেয়ার করেন মহেশ ভাট৷ তিনি লেখেন, ‘‘দুনিয়া কে বানায়ে রাস্তো মে…উলঝানে কম না থি…অর যব চলা খুদ বানাকে রাস্তে.. তো দুনিয়া উলঝা গয়ি….৷’’ এই টুইটগুলি দেখার পরই নতুন করে রহস্য দানা বাঁধতে শুরু করেছে৷ 

‘জলেবি’ ছবিতে কাজ করার সময় মহেশ ভাটের সঙ্গে রিয়া চক্রবর্তী ডেটিং করছিলেন বলেও বলিউডের অন্দরে জোড় গুঞ্জন৷ তাঁদের বেশকিছু অন্তরঙ্গ ছবিও প্রকাশ্যে এসেছে৷ ২০১৮ সালে রিয়া এবং মহেশ ভাটের আলিঙ্গন করা একটি ছবি ভাইরাল হয়ে যায়৷ এই ছবিটিই বিতর্কের আগুনে ঘৃতাহুতি দিয়েছিল৷ মহেশ ভাটের ৭০তম জন্মদিনে এই ছবিটি নিজে শেয়ার করেছিলেন রিয়া৷ যদিও তাঁদের মধ্যে সম্পর্কের অভিযোগ উড়িয়ে দেন দু’জনেই৷ দাবি, এটা স্ট্রং বন্ডিং ছাড়া আর কিছুই নয়৷ 

সুশান্তের মৃত্যুর পর তদন্ত শুরু করে মুম্বই পুলিশ। এ বার মুম্বই পুলিশের পাশাপাশি বিহার পুলিশও সিদ্ধান্ত নিয়েছে তারা সুশান্তের মৃত্যুর তদন্ত করবে।  ইতিমধ্যেই রিয়াকে জেরা করেছে মুম্বই পুলিশ৷ গত সোমবার মুম্বইয়ের সান্তাক্রুজ থানায় ডেকে পাঠানো হয়েছিল পরিচালক-প্রযোজক মহেশ ভাটকেও৷ টানা তিন ঘণ্টা জেরার পর তাঁর রেকর্ড বয়ান করে পুলিশ৷ জেরার মুখে মহেশ ভাট জানান, মাত্র দু’বার সুশান্তের সঙ্গে দেখা হয়েছিল তাঁর৷ আর রিয়াকে কোনও দিনই সুশান্তের সঙ্গে ব্রেকআপে উস্কানি দেননি তিনি৷ এমনকী সুশান্তকে সড়ক ২-এর অফার দেওয়ার কথাও অস্বীকার করেন মহেশ ভাট৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 2 =