নয়াদিল্লি: নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভারতের ভাগ্যবিধাতা বলে আক্রমণ শানালেন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী৷ আজ গান্ধীজিকে স্মরণ করতে গিয়ে সোনিয়া গান্ধীর জানান, বর্তমানে দেশের অবস্থা দেখে কষ্ট পাচ্ছে মহাত্মা গান্ধীর আত্মা৷
এদিন নাম না করে মোদি-অমিতকে আক্রমণ করতে গিয়ে সোনিয়া গান্ধী বলেন, ‘‘গত ৪-৫ বছর ধরে ভারতের যা অবস্থা হয়ে গিয়েছে, আমার মনে হয়, এই অবস্থা দেখে গান্ধীজীর আত্মাও দুঃখ পাচ্ছেন৷ এই সময়ে ভারতের ভাগ্যবিধাতা বলে মনে করা সমস্ত ব্যক্তিদের আমি নম্রতার সঙ্গে বলতে চাই, গান্ধীজি হিংসার নয় প্রেমের প্রতীক ছিলেন৷ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নয় গান্ধীজি ছিলেন জনতার প্রতিচ্ছবি৷ যে যা খুশি দেখানোর রাজনীতি করতে পারেন, কিন্তু গান্ধীজির দেখানও পথেই কংগ্রেস আজও চলছে৷ আর কংগ্রেস আগামীদিনে গান্ধীজির দেখানো পথেই চলবে৷’’
Sonia Gandhi, Congress: Bharat aur Gandhi ji ek doosre ke paryay hain, ye alag baat hai aaj kal kuch logon ne ise ulta karne ki zid pakad li hai. Vo chahte hain ki Gandhi ji nahi balki RSS Bharat ka pratik ban jayein. 2/2 https://t.co/B9kMAn9wM0
— ANI (@ANI) October 2, 2019
এদিন গান্ধী জয়ন্তী উপলক্ষ্যে পদযাত্রা আয়োজন করে কংগ্রেস৷ অংশ নেন রাহুল গান্ধী৷ লখনউয়ে পদযাত্রায় অংশ নেন প্রিয়াঙ্কা গান্ধী৷ দিল্লিতে পদযাত্রা করেন রাহুল৷