ঝড়ের গতিতে বাড়ছে করোনা, ভয়ংকর মহারাষ্ট্রে অবস্থা

ঝড়ের গতিতে বাড়ছে করোনা, ভয়ংকর মহারাষ্ট্রে অবস্থা

মুম্বই:  করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে রাজস্থান-সহ দেশের সর্বত্রই লকডাউন লাগু রয়েছে। কিন্তু, দেশে করোনায় আক্রান্তের সংখ্যাটা ক্রমেই উদ্বেগজনক পর্যায়ে পৌঁছে যাচ্ছে। মরুরাজ্য রাজস্থানে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৪ জন। নতুন করে ৪ জন সংক্রমিত হওয়ার পর রাজস্থানে করোনায় আক্রান্তের সংখ্যা ৯৩-তে পৌঁছেছে।

মঙ্গলবার রাজস্থান স্বাস্থ্য দফতর জানিয়েছে, সম্প্রতি দুবাই থেকে দেশে ফিরেছিলেন ঝুনঝুনুর বাসিন্দা বছর ৪৪-এর একজন ব্যক্তি, তাঁর শরীরে মারণ এই ভাইরাসের সন্ধান মিলেছে। এছাড়াও আজমের-এ আক্রান্ত ১৭ বছর বয়সী তরুণী, দুঙ্গারপুরে আক্রান্ত ৬৫ বছর বয়সী একজন বৃদ্ধ এবং জয়পুরে সংক্রমিত ৬০ বছর বয়সী বৃদ্ধ।

রাজস্থানের অতিরিক্ত মুখ্য সচিব (স্বাস্থ্য) রোহিত কুমার সিং জানিয়েছেন, সম্প্রতি ইরান থেকে দেশে ফিরে আসা ১৭ জনের শরীরে করোনা ভাইরাসের সন্ধান মিলেছে। এছাড়াও আরও ৪ জনের শরীরে কোভিড-১৯ ভাইরাসের সন্ধান মিলেছে। নতুন করে ২৫ জন সংক্রমিত হওয়ার পর রাজস্থানে করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৯৩।

ভারতে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা বেড়েছে৷  মহারাষ্ট্রে ব্যাপকহারে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা৷ মঙ্গলবার সন্ধ্যে পর্যন্ত মহারাষ্ট্রে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭২ জন৷ মহারাষ্ট্রে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩০২ জন৷ মঙ্গলবার কেরলে সাত জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন৷ কেরলে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২১৫ জন৷ কেরলে আগামী কাল থেকে বিনামূল্যে রেশন দেওয়া হবে৷ তবে কোনো দোকানে পাঁচ জনের বেশি দাঁড়াতে দেওয়া যাবে না৷ সকলকেই ১ মিটার দুরত্বেই দাঁড়াতে হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 4 =