কান্নায় অতিষ্ঠ, ছেলে মেয়েকে খুন করে দেহ জ্বালিয়ে দিল মা

কান্নায় অতিষ্ঠ, ছেলে মেয়েকে খুন করে দেহ জ্বালিয়ে দিল মা

মহারাষ্ট্র: ক্ষুধার জ্বালায় একনাগাড়ে দুই শিশুর কান্না। আর সেই কান্না সহ্য না করতে পেরে নিজের দুই সন্তানকে খুন করে তাদের দেহ আগুনে জ্বালিয়ে দিল মা।  নৃশংস এই ঘটনাটি ঘটেছে বুধবার রাতে মহারাষ্ট্রের নান্দেদ জেলায়। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই ছড়িয়েছে চাঞ্চল্য। কোনও মা যে এমন কাজ করতে পারে তা এখনও বিশ্বাস করতে পারছেন না পুলিশ আধিকারিকরা। পুলিশ সূত্রে খবর, ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে নাননেদ জেলার পাণ্ডুর্না গ্রামে।

পুলিশের এক পদস্থ কর্তায ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা সঙ্গে কথা বলে জানা গিয়েছে মৃত ওই দুই শিশুর মধ্যে একজন ছেলে এবং অপরজন কন্যা সন্তান। মৃতদের একজনের বয়স দুই বছর এবং অপরজনের বয়স মাত্র কয়েক মাস। তাদের একজনকে গত ৩১ মে খুন করে আগুনে পুড়িয়ে দেয় তার মা এবং অপরজনকে খুন করে ঠিক তার পরের দিন অর্থাৎ ১ জুন। এই ঘটনার বীভৎসতায়  হতবাক গোটা মহারাষ্ট্র। নিজের গর্ভজাত সন্তানকে যে কেউ এমন নৃশংসভাবে হত্যা করতে পারে কল্পনাই করতে পারছেন না কেউ।

 এই ঘটনায় পুলিশ ইতিমধ্যেই তিন জনকে গ্রেফতার করেছে। ওই দুই সন্তানের মা ধ্রুপদীবাই গণপত নিমলওয়ার, ধ্রুপদীবাইয়ের মা কোন্ডাবাই রাজেমড এবং ধ্রুপদীবাইয়ের ভাই মাধব রাজেমড। জানা যাচ্ছে ওই দুই শিশুকে হত্যায় ধ্রুপদীবাইকে সাহায্য করেছিল ধ্রুপদীবাইয়ের মা এবং তার ভাই। স্থানীয় সুত্রে খবর ওই দুই শিশুকে নিয়ে বিগত কয়েক দিন ধরেই পরিবারে অশান্তি চলছিল। শিশু কান্না জুড়লেই তাদের কড়া সুরে ধমক দিতেন তার মা। কিন্তু এই ভাবে সারা জীবনের জন্য তাদের কান্না বন্ধ করতে যে এমন ভয়াবহ পদক্ষেপ নেবে ওই মহিলা তারা তা ভাবতেই পারছেন না ধ্রুপদীবাইয়ের প্রতিবেশীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × three =