বাবার সঞ্চয়ের ৫ লক্ষ টাকা দান করে রাষ্ট্রপুঞ্জে ‘নতুন মুখ’ কিশোরী

বাবার সঞ্চয়ের ৫ লক্ষ টাকা দান করে রাষ্ট্রপুঞ্জে ‘নতুন মুখ’ কিশোরী

মাদুরাই:  টাকার কোনও মূল্যই নেই, যদি না তা অভাবী মানুষের কাজে লাগে৷ একথাই বিশ্বাস করেন মাদুরাইয়ের ছোট্ট মেয়ে এম নেত্রা৷ আর এই বিশ্বাস থেকেই তাঁর জন্য বাবার জমানো ৫ লক্ষ টাকা নির্দিধায় তুলে দিল লকডাউনে ক্ষতিগ্রস্তদের হাতে৷ তামিলনাড়ুর মাদুরাইয়ের ১৩ বছরের এই কিশোরীকে রাষ্ট্রপুঞ্জের অ্যাসোসিয়েশন ফর ডেভেলাপমেন্ট অ্যান্ড পিস-এর ‘গুডউইল অ্যাম্বাসাডর অফ পুওর’ নিযুক্ত করা হয়েছে৷

নেত্রার বাবা মাদুরাইতে সেলুনের দোকান চালান৷ মেয়ের পড়াশোনার জন্য পাঁচ লক্ষ টাকা সঞ্চয় করে রেখেছিলেন তিনি৷ এই টাকাই গরিব মানুষগুলোর হাতে তুলে দেওয়ার জন্য বাবাকে রাজি করিয়ে ফেলেন নেত্রা৷ কয়েকদিন আগে মন কি বাত অনুষ্ঠানে নেত্রার প্রশংসা করেছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বলেছিলেন, এই সংকটের সময় গরিব মানুষদের সাহায্যে একজন সেলুন দোকানের মালিকের মেয়ে যে কাজ করেছে, তা খুব বড় মন না থাকলে করা যায় না৷ 

রাষ্ট্রপুঞ্জ এবং প্রধানমন্ত্রীর কাছ থেকে মেয়ের এই সম্মানে উচ্ছ্বসিত পরিবারের লোকজন। তার বাবা পি মোহন বলেন, আমরা খুবই সাধারণ মানুষ। আমাদের পক্ষে এই সম্মান বিশাল ব্যাপারে। এমনটা যে হতে পারে, তা কখনও কল্পনাও করতে পারিনি। রাষ্ট্রপুঞ্জের অ্যাসোসিয়েশন ফর ডেভেলাপমেন্ট অ্যান্ড পিস-এর এই স্বীকৃতির জেরে নিউ ইয়র্ক এবং জেনেভার রাষ্ট্রপুঞ্জের আসন্ন সিভিল সোসাইটি ফোরামে বক্তব্য রাখার সুযোগ পাবে নেত্রা৷ 

১৩ বছরের নেত্রা জানায়, প্রথমে সে বুঝতেই পারেনি কত বড় সুযোগ পেয়েছেন তিনি৷ তাঁর একটাই লক্ষ্য ছিল, গরিব মানুষদের সাহায্য করা৷ তবে এই স্বীকৃতি মানুষের সেবায় তাঁকে আরও বেশি করে উৎসাহিত করেছে৷
তামিলনাড়ুর মন্ত্রী সেলুর রাজুও নেত্রার প্রশংসা করে বলেছেন, তিনি মুখ্যমন্ত্রী ই পালানস্বামীকে বলে নেত্রাকে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার নামে পুরস্কারে সম্মানিত করতে বলবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *