ভোপাল: সারা বিশ্ব এখন কোভিড আতঙ্কে কাঁপছে। করোনা হলেই এখন মৃত্যুভয় জড়িয়ে ধরছে মানুষকে। তাই করোনা থেকে সুস্থ হয়ে ওঠার পর আনন্দের সীমা থাকছে না রোগীদের। সম্প্রতি এমনই এক চিত্র ধরা পড়ল মধ্যপ্রদেশের কাটনিতে। এক পরিবারের আট জন সদস্য করোনা থেকে সেরে উঠে একটি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নাচলেন। নাচের ভিডিওটি প্রকাশিত হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তা ব্যাপকভাবে শেয়ার করা হয়। ভিডিওটি ভাইরাল হতেও বেশি দেরি হয়নি।
আট জনের ওই পরিবারকে সুশান্ত সিং রাজপুত অভিনীত “ছিছোরে” ছবির গান “চিন্তে করকে কে পায়েগা, মরনে সে পহলে মর জায়েগা” গানে নাচতে দেখা যায়। কাটনি জেলা হাসপাতালের সিভিল সার্জন ডাঃ যশবন্ত ভার্মা জানিয়েছেন, ১৯ আগস্ট পরিবারের করোনা ভাইরাস পরীক্ষা হয়। তাদের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। এর পর পরিবারের ১৯ জন সদস্যকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসা শুরু হয় তাঁদের। বর্তমানে তাঁরা সকলেই করোনা নেগেটিভ। সম্প্রতি করোনা পরীক্ষায় নেগেটিভ রেজাল্ট এসেছে তাঁদের। ১৫ আগস্ট তাদের ছেড়ে দেওয়া হয়।
কোভিড-১৯ থেকে সুস্থ হয়ে উঠে পরিবারের আনন্দ সহকারে নাচের ভিডিও ভাইরাল হয়েছে। রোগীদের মনোবল বাড়াতে ডাক্তারদের নাচের ভিডিও এর আগে একাধিকবার ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। কিন্তু কোনও পরিবারের করোনা আক্রান্ত হয়ে তারপর সুস্থ হয়ে উঠেছেন, আর তারপর আইসোলেশন ওয়ার্ডে নাচছেন, এমন দৃষ্টান্ত বিরল। তাঁদের নিজের চাপকে পরাজিত করে পজিটিভিডি ছড়িয়ে দেওয়ার জন্য দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রশংসা পেয়েছেন তাঁরা।
In Katni, family celebrates successfully defeating #COVID19India infection by dancing to tunes of a Bollywood song, before being discharged @ndtvindia @ndtv @GargiRawat @ShonakshiC #Corona #covid pic.twitter.com/Yzs3B1AFgd
— Anurag Dwary (@Anurag_Dwary) August 18, 2020
বিশ্বে করোনার তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ভারত। গত ১৩ দিন ধরে বিশ্বজুড়ে সর্বোচ্চ সংখ্যক দৈনিক করোনা আক্রান্তের খবর মিলছে ভারতে। তবে সরকারী তথ্য অনুসারে দেশে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার হার ৭৩ শতাংশেরও বেশি। মধ্যপ্রদেশে এখন পর্যন্ত ৪৬ হাজার ৩০০ জনেরও বেশি করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। তার মধ্যে ৩৫ হাজারেরও বেশি মানুষ সুস্থ হয়ে উঠেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং তাঁর চার মন্ত্রীর সম্প্রতি করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তবে বর্তমানে মুখ্যমন্ত্রী এবং তিনজন সুস্থ হয়ে উঠেছেন।